1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএল-এর সবুজ সংকেত পেয়ে গেল কোচি

৫ ডিসেম্বর ২০১০

ভারতের ক্রিকেট প্রিমিয়ার লিগ বা আইপিএল-এ নতুন দল কোচিকে নিয়ে দুশ্চিন্তার অবসান হল অবশেষে৷ রবিবার সবুজ সংকেত পেল কোচি৷ ফলে এবার কোচির লড়াই শুরু হবে মাঠে৷

https://p.dw.com/p/QQ70
আইপিএল ফিরছে আবার

কেন আটকে ছিল কোচি

কোচির মালিকদের মধ্যে শেয়ার নিয়ে গোলযোগ বেধেছিল৷ তাই ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, বিসিসিআই আইপিএলের নতুন দল কোচিকে আটকে দেয়৷ এই নতুন দলের অন্যতম প্রধান বিডার গায়কোয়াড় পরিবারের দাবি ছিল, তারা একাই ২৬ শতাংশ শেয়ার ভোগ করতে চায়৷ বাকি শেয়ারক্রেতারা স্বভাবতই তাতে আপত্তি জানানোয় পরপর তিনবার কোচির জন্য সবুজ সংকেত দেয়নি বিসিসিআই৷ কিন্তু এখন শোনা গেছে গায়কোয়াড় পরিবার তাদের শেয়ারের সেই অতিরিক্ত দাবি থেকে সরে এসেছে৷ ফলে কোচির জন্যও ২০১১ সালে আইপিএলের মাঠে নামার সব রাস্তা খুলে গেল৷

বিসিসিআই এর বিবৃতি

বিসিসিআই এর সেক্রেটারি এন শ্রীনিবাসন রবিবার মুম্বইতে সংস্থার সদর দপ্তরে এক বিবৃতিতে জানান, ‘বিসিসিআই কোচিকে যেসব নোটিশ জারি করেছিল, তার প্রত্যেকটিরই সন্তোষজনক জবাব পাওয়া গেছে৷ অতএব ২০১১ সালের আইপিএল-এ কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেড খেলতে পারবে৷' প্রসঙ্গত, মোট ৩৩৩ মিলিয়ন ডলার মূল্য দিয়ে কোচি এই অনুমতি লাভ করল অবশেষে৷ আর কোচি ছাড়াও অন্য যে দল ২০১১ সালের আইপিএল-এ খেলবে তারা হল সাহারা পুণে ফ্র্যান্চাইজি৷ আর পরবর্তী আসর থেকে এখনও বাদ পড়ে রয়েছে রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব৷ তারা আইপিএল-এ ফিরে আসার জন্য আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে৷

পরবর্তী আইপিএল

চতুর্থ আইপিএল অনুষ্ঠিত হবে ২০১১ সালের এপ্রিলে৷ আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদিকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করার পর বিসিসিআই সম্পূর্ণ নতুন চেহারায় শুরু করতে চলেছে এবারের আইপিএল৷ যাতে বলিউডের জাঁকজমক বোধহয় ততটা থাকবে না৷ তবে অংশ নেবে আটটি দল এবং হয়তো ক্রিকেটটা ঠিক করে খেলা হবে৷ বহু হাজার কোটি টাকার এই আইপিএল ক্রিকেটের আসর ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা লাভ করেছে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম