1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএল-এ নতুন বিতর্কের মুখে ডেকান চারজার্স

১০ ফেব্রুয়ারি ২০১০

কথা ছিল হায়দ্রাবাদে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচটিতে অংশগ্রহণ করবে ডেকান চারজার্স এবং কলকাতা নাইট রাইডার্সের৷ কিন্তু তেলেঙ্গনা ইস্যু নিয়ে অন্ধ্রপ্রদেশ উত্তাল থাকায়, নতুন সূচিতে ম্যাচটি সরিয়ে আনা হয়েছে মুম্বইয়ে৷

https://p.dw.com/p/LyFk
মুম্বাইয়ে আইপিএল এর সংবাদ সম্মেলনছবি: AP

আর এ নিয়েই বিরোধ দেখা দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার এবং আইপিএল কমিটির মধ্যে৷ অন্ধ্রপ্রদেশের ক্রিড়ামন্ত্রী ভেঙ্কট রেড্ডি বুধবার এক সাংবাদিক সন্মেলনে ডেকান চারজার্স-কে আইপিএল-এ অংশগ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন৷ প্রসঙ্গত, আইপিএল-এর দু-নম্বর সিজনে চ্যাম্পিয়ন দল ছিল ডেকান চাজার্স৷ তাই এবার, তৃতীয় দফার এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটি হবার কথা ছিল হায়দ্রাবাদে, কালকাতা নাইট রাইডার্স এবং ডেকান চারজার্সের মধ্যে৷ কিন্তু, অন্ধ্রপ্রদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে উদ্বোধনী ম্যাচটি সরিয়ে নেওয়া হয় মুম্বইয়ে৷

অবশ্য শেষ পাওয়া খবর অনুযায়ী, ক্রিড়ামন্ত্রী ভেঙ্কট রেড্ডি ইতিমধ্যেই একটি চিঠি লিখেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে৷ রেড্ডির কথায়, তেলেঙ্গানা জয়েন্ট অ্যাকশন কমিটি কথা দিয়েছে যে, আইপিএল নিয়ে তাদের দলের তরফ থেকে কোন বাধা আসবে না৷

অন্যদিকে, আইপিএল-এর সহকারী স্পনসর ‘হিরো হন্ডা' বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাব টিমকে কিনতে যাচ্ছে বলে যে খবর ছড়িয়ে পড়েছিল, তা বুধবার খারিজ করে দিয়েছেন সংস্থার এক উচ্চপর্দস্থ কর্মকর্তা৷ তাঁর কথায়, এ খবরের কোন বিশ্বাসযোগ্যতা নেই৷

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের তৃতীয় পর্যায়ের খেলা শুরু হচ্ছে আগামী ১২ই মার্চ থেকে৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক