1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএল থেকে রাজস্থান ও পাঞ্জাব বহিষ্কার

১০ অক্টোবর ২০১০

মালিকানা নিয়ে গোজামিলের কারণে আইপিএল থেকে বহিষ্কৃত হলো রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব দল৷ রোববার ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে৷

https://p.dw.com/p/PadQ
রাজস্থান রয়্যালসের অধিনায়ক শেন ওয়ার্নের সঙ্গে অন্যতম মালিক শিল্পা শেঠিছবি: UNI

টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরের গত তিনটিতেই অংশ নিয়েছে রাজস্থান এবং পাঞ্জাব৷ আর আগামী বছর থেকে অংশ নেওয়ার কথা নতুন দল কোচির৷ কিন্তু এই তিনটি দলের মালিক প্রতিষ্ঠানের শেয়ারে অনিয়ম দেখতে পেয়েছে বিসিসিআই৷ তাই রোববার এক বিবৃতিতে রাজস্থান এবং পাঞ্জাব দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছে তারা৷ একই সঙ্গে কোচিকেও নোটিশ পাঠানো হয়েছে, যাতে তারা তাদের অনিয়মগুলো দূর করে৷ আইপিএল এর সাবেক প্রধান লোলিত মোদির দুর্নীতি তদন্ত করতে গিয়ে এইসব অনিয়ম দেখতে পেয়েছে বিসিসিআই৷

উল্লেখ্য, ২০০৮ সালে পাঞ্জাব দলকে ৭৬ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেন কয়েকজন ব্যবসায়ী৷ এর মধ্যে বলিউত তারকা প্রীতি জিন্তাও রয়েছেন৷ অন্যদিকে আরেক বলিউড তারকা শিল্পা শেঠির দল রাজস্থান রয়্যালস বিক্রি হয় ৬৭ মিলিয়ন ডলারের বিনিময়ে৷ গত কয়েকটি টুর্নামেন্টে বিপুল পরিমাণ টাকা ঢেলেছে তারা তাদের খেলোয়াড়দের পেছনে৷ এর মধ্যে প্রথম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান৷ দলটির নেতৃত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিন তারকা শেন ওয়ার্ন৷ অন্যদিকে পাঞ্জাব দলে রয়েছেন ভারতের যুবরাজ, শ্রীলংকার সাঙ্গাকারা ও জয়াবর্ধনের মত খেলোয়াড়রা৷ এবার আইপিএল এ খেলার জন্য তাঁদের অন্য দল খুঁজতে হবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক