1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইফোনের সঙ্গে পাল্লা দিতে আসছে ‘ব্ল্যাকবেরি টর্চ’

৪ আগস্ট ২০১০

তরুণ প্রজন্মের মোবাইল ব্যবহারকারীদের কাছে যেমন জনপ্রিয় অ্যাপলের আইফোন, তেমন ব্যবসায়ীদের পছন্দ হলো ব্ল্যাকবেরি৷ এর একটি কারণ ফোনের সঙ্গে থাকা কীবোর্ড- যা দিয়ে দ্রুত ইমেল পাঠাতে পারেন ব্যবসায়ীরা৷

https://p.dw.com/p/ObMp
এটা ব্ল্যাকবেরির পুরনো সংস্করণছবি: DPA

আর তথ্যের নিরাপত্তার দিক দিয়েও এতদিন ব্ল্যাকবেরির ওপর আস্থা ছিল ব্যবহারকারীদের৷ ছিল বলছি এই কারণে যে, নিরাপত্তার বিষয়টি এখন অনেকটা প্রশ্নের সম্মুখীন৷

সে যাক৷ এই ব্ল্যাকবেরি এখন প্রতিযোগিতায় নামতে চাইছে আইফোনের সঙ্গে৷ তাই গতকালই তারা ঘোষণা দিয়েছে একটি নতুন ফোনের৷ এইতো এ মাসেরই ১২ তারিখে যুক্তরাষ্ট্রের বাজারে আসতে যাচ্ছে সেটি৷ দাম ১৯৯ ডলার৷

‘ব্ল্যাকবেরি টর্চ' নামের নতুন এই টাচ-স্ক্রিন মোবাইল ফোনে ব্যবহারকারীরা কিবোর্ড দিয়ে ইমেল লেখার পাশাপাশি এখন থেকে স্ক্রিনেও ইমেল লিখতে পারবেন৷ এছাড়া এতে থাকছে ফ্ল্যাশ সহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা৷

কানাডিয়ান কোম্পানি রিসার্চ ইন মোশন বা রিম হচ্ছে ব্ল্যাকবেরির নির্মাতা৷ নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে কোম্পানির কর্মকর্তারা নতুন এই ফোনের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন৷ কিন্তু সাংবাদিকদের জিজ্ঞাসা ছিল অন্য৷ তাঁরা আরব আমিরাতের সাম্প্রতিক এক সিদ্ধান্তের ব্যাপারে কর্মকর্তাদের বক্তব্য জানতে আগ্রহী ছিলেন৷ কিন্তু সে বিষয়ে কোন কথা বলেননি রিম কর্মকর্তারা৷

উল্লেখ্য, তথ্যের নিরাপত্তার ব্যাপারে সন্দিহান হওয়ার কারণে আরব আমিরাতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা আগামী অক্টোবর থেকে ব্ল্যাকবেরির কিছু সেবা সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে৷

এ ধরণের সমস্যার কথা বলা হচ্ছিল ভারত থেকেও৷ পরে ভারত সরকারের সঙ্গে রিম কর্মকর্তাদের সফল আলোচনার পর ব্ল্যাকবেরির সেবা পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে সেদেশের গোয়েন্দাদের৷ তথ্যটি জানিয়েছে ভারতের ইকনোমিক টাইমস পত্রিকা৷

ঠিক এমন ধরণের আলোচনা নাকি এখন চলছে আমিরাত সরকারের সঙ্গেও৷ দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম