1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইভরি কোস্টের বিরোধী নেতাকেই সমর্থন জানালো জাতিসংঘ

৯ ডিসেম্বর ২০১০

আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেতা আলাসানে ওয়াতারা জয়ী হয়েছেন, বলে সমর্থন জানালো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷

https://p.dw.com/p/QTxY
আলাসানে ওয়াতারাকে সমর্থন জানালো জাতিসংঘছবি: AP

এছাড়া দেশটির শান্তি প্রক্রিয়ায় কেউ যদি বাধা দেয়ার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে সতর্ক করে দিয়েছে নিরাপত্তা পরিষদ৷

এর ফলে বর্তমান প্রেসিডেন্ট লরাঁ গবাগোর ক্ষমতায় থাকার বিষয়টি অনেকটা দুর্বল হয়ে গেল৷

উল্লেখ্য, দেশটির স্বাধীন নির্বাচন কমিশন ওয়াতারাকে জয়ী ঘোষণা করলেও পরাজিত নেতা গবাগো সেটা মেনে নেননি৷ বরং নিজের নিয়ন্ত্রণে থাকা দেশটির সর্বোচ্চ আদালত ‘সাংবিধানিক পরিষদ'কে দিয়ে নিজেকে জয়ী ঘোষণা করান৷ এরপর আবার প্রেসিডেন্ট হিসেবে শপথও নেন৷

গবাগোর এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় যুক্তরাষ্ট্র সহ আইভরি কোস্টের প্রাক্তন শাসক দেশ ফ্রান্স৷ আর জাতিসংঘ থেকে ওয়াতারাকে সমর্থনের বিষয়ে গত শুক্রবারেই রাজি ছিল নিরাপত্তা পরিষদের ১৪টি দেশ৷ একমাত্র রাশিয়া এর বিরোধিতা করে আসছিল৷ এর কারণ হিসেবে রাশিয়া বলেছিল যে, নির্বাচনে কে জয়ী হয়েছে সেটা জাতিসংঘের নির্ধারণ করা উচিত নয়৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক