1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইরিশদের ‘ঘূর্ণিফাঁদ’-এ ফেলতে চায় টাইগাররা

২৪ ফেব্রুয়ারি ২০১১

ক্রিকেট বিশ্বকাপে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, খেলা শুক্রবার কিন্তু উত্তেজনা শুরু হয়ে গেছে আগেই৷ রয়েছে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের নিয়ে প্রতিবেদন৷ ঢাকায় দিনে-দুপুরে আওয়ামী লীগ নেতা নিহতের খবর৷

https://p.dw.com/p/10Ob5
আইরিশদের বিপক্ষে জয় চায় টাইগাররা (ফাইল ফটো)ছবি: AP

গণমাধ্যমে ক্রিকেট বিশ্বকাপ

ক্রিকেট বিশ্বকাপে শুক্রবার আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ৷ এই বিষয়ে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ‘আয়ারল্যান্ডের জন্য তৈরি হচ্ছে ঘূর্ণিফাঁদ'৷ এই ম্যাচে বাংলাদেশের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ অন্যদিকে, আগের বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছেও হেরেছিল বাংলাদেশ৷ সবমিলিয়ে স্বাগতিকরা তাই আয়ারল্যান্ডকে বধ করতে নানা পরিকল্পনা করছে৷ বিশেষ করে, স্পিনারদের এই ম্যাচে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে৷ তাছাড়া শুধু একজন পেসার নিয়েও ঢাকায় মাঠে নামতে পারে টাইগাররা৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘আয়ারল্যান্ডের ম্যাচের আগেও অনেক ভাবনা'৷ স্বাগতিকদের উইকেটকিপার মুশফিকুর রহিম জানিয়েছেন, আইরিশরা ভালো দল হলেও, তাদের হারানোর সব যোগ্যতাই বাংলাদেশের আছে৷

লিবিয়া পরিস্থিতি

দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘লিবিয়া থেকে প্রয়োজনে ৫০ হাজার বাংলাদেশিকে সরিয়ে আনা হবে'৷ বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন এই কথা৷ এজন্য ত্রিপোলির বাংলাদেশ মিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি৷ একই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, ‘লিবিয়ায় সহিংসতা, বাংলাদেশি কর্মী সরিয়ে নেবে কোরীয় কোম্পানি'৷ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কর্মীদের লিবিয়ার বেনগাজি থেকে মিশরের সীমান্ত এলাকায় সরিয়ে নেবে কোরীয় কোম্পানি দাইয়ু৷ এছাড়া আরো দুটি কোম্পানি একই উদ্যোগ নিতে পারে বলে জানিয়েছেন সেদেশে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম নুরুজ্জামান৷ লিবিয়ার পরিস্থিতি ভালো নয় বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত৷

আওয়ামী লীগ নেতা হত্যা

দৈনিক ইত্তেফাকসহ কয়েকটি পত্রিকা মূল শিরোনামে জায়গা দিয়েছে এই খবরটিকে৷ ইত্তেফাক লিখেছে, ‘ঢাকায় দিনে-দুপুরে আওয়ামী লীগ নেতা খুন'৷ ঢাকার কদমতলীর পূর্ব জুরাইনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ উল্লাহ এবং তাঁর গাড়িচালক হারুন উর রশিদ৷ খুব কাছ থেকে তাঁদের দু'জনকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে৷ তবে, ঘাতকদের এখনো আটক করতে পারেনি পুলিশ৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়