1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইলায় এক লাখ মানুষ উদ্বাস্তু

২৩ মে ২০১০

বার বার প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে বাংলাদেশ৷ সিডরের ক্ষত শুকাতে না শুকাতেই, গত বছরের ২৫শে জুন আইলার আঘাতে দেশের উপকুলীয় এলাকায় প্রাণ হারায় প্রায় দেড় শতাধিক মানুষ৷

https://p.dw.com/p/NVK2
ফাইল ফটোছবি: DW

সহায় সম্বল, এমনকি বসত ঘর হারিয়ে এক লাখ মানুষ হয়ে পড়েছে জলবায়ু উদ্বাস্তু৷

লবনাক্ততার কারনে নষ্ট হয়েছে ব্যাপক ফসলি জমি৷ যে ক্ষতি এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি৷ পুনর্বাসন ব্যবস্থা এখনো পুরোপুরি করতে পারেনি সরকার৷ স্বীকার করলেন বন এবং পরিবেশ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী৷ তিনি বলেন, সমন্বয়হীনতার কারনে এখনো বাধ সংস্কার হয়নি৷ এছাড়া, বন এবং পরিবেশ প্রতিমন্ত্রী জানালেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কোপেন হেগেন সম্মেলনে ৩০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার দেওয়ার কথা বলা হলেও, বাংলাদেশ এখনো তার কিছু পায়নি৷

পর পর দু‘টি প্রাকৃতিক বিপর্যয়ের পর লায়লা বড় কোন আঘাত হানলেও এর প্রভাব কম নয় বাংলাদেশে৷ এছাড়া, রয়ে গেছে আরো প্রাকৃতিক দুর্যোগের আশংকা৷ আর তা মোকাবেলায় এখনই প্রয়োজন সমন্বিত উদ্যোগ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ