1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইসাফের ওপর জঙ্গি হামলা বাড়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

২৪ জুলাই ২০১০

আফগানিস্তানে নিয়োজিত মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সদস্যদের ওপর জঙ্গি হামলার ঘটনা বেড়েই চলেছে৷ বিষয়টি নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র৷ আর এই জঙ্গিরা পাকিস্তানে থাকেন বলে অভিযোগ৷

https://p.dw.com/p/OTiH
মাইকেল মুলেন পাকিস্তান তালেবান ন্যাটো আফগানিস্তান Afghanstan pakistan mullen US taliban haqqani kayani
শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা এডমিরাল মাইকেল মালেন (ডানে)ছবি: AP

তাইতো বিষয়টি নিয়ে আলোচনা করতে শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা এডমিরাল মাইকেল মালেন এখন পাকিস্তানে৷

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ‘আইসাফ' নামে পরিচিত৷ এ মাসে এখন পর্যন্ত কমপক্ষে ৭০ আইসাফ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে৷ বলা বাহুল্য, এর মধ্যে বেশিরভাগই মার্কিনি৷ কারণ আইসাফ বাহিনীর একটা বড় অংশই এসেছেন মার্কিন সামরিক বাহিনী থেকে৷ এখানে জানিয়ে রাখি, আইসাফ বাহিনীতে বর্তমানে কাজ করছেন প্রায় এক লক্ষ ৪০ হাজার সৈন্য৷

এদিকে আরেক হিসেবে জানা যায়, গতমাসে অর্থাৎ জুনে মারা গেছেন প্রায় ১০০-রও বেশি আইসাফ সদস্য৷ আফগানিস্তানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এর আগে এক মাসে এত বিদেশি সৈন্য আর মারা যায়নি৷ শনিবারও সেখানে এক বোমা বিস্ফোরণে মারা গেছেন পাঁচ মার্কিন সৈন্য৷ বার্তা সংস্থা এএফপি'র হিসেবে, ২০০১ সালে আফগান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিদেশি সৈন্য নিহত হয়েছেন ১,৯৬৫ জন৷ যার মধ্যে ১,২০৫ জনই মার্কিন সামরিক বাহিনীর সদস্য৷

এসব কারণেই মার্কিন শীর্ষ কর্মকর্তা এডমিরাল মালেন পাকিস্তান সফর করছেন৷ কারণ জঙ্গিদের অনেকেই পাকিস্তান থেকে এই হামলাগুলো চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে৷ তাই পাকিস্তানের নিরাপত্তা বাহিনী যেন এদিকটায় আরেকটু নজর দেয়, সে ব্যাপারেই কথা বলবেন এডমিরাল মালেন৷ তাঁর বৈঠক করার কথা পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানির সঙ্গে৷

জানা গেছে, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ‘হাক্কানি' বাহিনীর তৎপরতা নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র৷ আইসাফ বাহিনীকে এপর্যন্ত যতগুলো জঙ্গি গোষ্ঠীর মুখোমুখি হতে হয়েছে সেগুলোর মধ্যে এই হাক্কানি বাহিনীই নাকি সবচেয়ে ভয়ংকর৷ বলেছেন এডমিরাল মালেন৷ তাইতো এই বাহিনীর তৎপরতা বন্ধ করতে পাকিস্তানকে অনুরোধ জানাবেন তিনি৷

কিন্তু কোথা থেকে এলো এই হাক্কানি বাহিনী? জানা যায়, আফগান যুদ্ধনেতা জালালউদ্দিন হাক্কানি তৈরি করেন এই বাহিনী৷ তবে এখন নেতৃত্বে আছেন তাঁর ছেলে সিরাজুদ্দিন৷

এদিকে পাকিস্তান সফর শুরুর আগে দুইদিনের জন্য ভারত গিয়েছিলেন এডমিরাল মালেন৷ সেখানে এক সংবাদ সম্মেলনে জঙ্গি সম্পর্কে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মনোভাব পরিবর্তনের কথা বলেন তিনি৷ উল্লেখ্য, আইএসআই জঙ্গিদেরকে প্রতিবেশি ভারতের বিরুদ্ধে এক ধরণের বর্ম হিসেবে দেখে থাকে বলে অভিযোগ করা হয়৷ পাকিস্তানের এই ধরণের কৌশল পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করেন এডমিরাল মালেন৷

তবে শুধু আলোচনাই নয়, পাকিস্তান থেকে জঙ্গি সরাতে সামরিকভাবেও চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র৷ মাঝে মাঝেই হামলা চালানো হয় চালকবিহীন বিমান ড্রোন দিয়ে৷ আজও যেমন এমনই এক হামলায় নিহত হয়েছে ১৬ জঙ্গি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই