1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইসিসি প্রধান হবেন কিউয়ি অ্যালান ইসাক

১০ আগস্ট ২০১০

পরবর্তী বিশ্ব ক্রিকেটের প্রধান হতে চলেছেন নিউজিল্যান্ডের অ্যালান ইসাক৷ এই পদের প্রার্থী তালিকায় ছিলেন অষ্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড৷ তবে তাঁকে প্রত্যাখ্যান করে দেয় আইসিসি৷

https://p.dw.com/p/OhT9

আইসিসি-র প্রেসিডেন্সির জন্যে নিউজিল্যান্ডের প্রথম পছন্দ ছিল জন অ্যান্ডারসন৷ কিন্তু তাঁকে মনোনয়ন দিতেই অস্বীকার করা হয়৷ আর এই ঘটনা ঘটে জন হাওয়ার্ডকে প্রত্যাখ্যান করার আগেই৷ ইসাক তাঁর পূর্বসূরী ভারতের শরদ পাওয়ারের স্থলাভিষিক্ত হবেন৷ তিনি আইসিসি-র প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ২০১২ সালের মাঝামাঝি সময় থেকে৷

আইসিসি-র নির্বাহী বোর্ড এবং আইসিসি পরিষদের সর্বসম্মতিক্রমে মনোনয়ন দেয়া হয় অ্যালান ইসাককে৷ আইসিসি-র অনুমোদন পাবার পর, ৫৮ বছর বয়সি ইসাক বলেন, আমি দ্বিতীয় অথবা তৃতীয় নির্বাচন, এই কথা ভেবে কিছু মনে করছি না, যারা আমাকে চেনেন তাঁরা জানেন যে আমি পুতুল নই৷ আমি আমার নিজের মতোই৷ তিনি বলেন, আমি এই কথা ভেবেই খুশি, যে আমার অর্জনের ভিত্তিতেই আমাকে নির্বাচন করা হয়েছে৷ অথবা আমি গত দুই, তিন, বা চার বছরে যা কাজ করেছি, তার ভিত্তিতেই আমাকে নির্বাচন করা হয়েছে৷

অষ্ট্রেলিয়ার মনোনীত প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডকে আইসিসি প্রত্যাখ্যান করার ফলে স্বভাবতই অষ্ট্রেলিয়ার ক্রিকেট মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ এবং এই প্রত্যাখ্যানের ব্যপারে আইসিসি কোন ব্যাখ্যা না দেয়ার পর, অষ্ট্রেলিয়া আর কোন প্রার্থী দিতে অস্বীকার করে৷

ইসাক ৩৪ বছর ধরে ক্রিকেট প্রশাসনের সঙ্গে জড়িত৷ এই ব্যপারে তিনি বলেছেন,জন হাওয়ার্ডকে সমর্থন না করার ব্যপারে কোন ব্যাখ্যা না দেয়াটা সত্যিই হতাশা ব্যঞ্জক৷ তিনি আরো বলেন, যেভাবে হাওয়ার্ডের মনোনয়নের বিষয়টিকে ছাঁটাই করা হয়েছে তা দুঃখজনক৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়