1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করলেন খালেদা

১৩ ডিসেম্বর ২০১০

বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়৷ আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সম্পর্কে অসংযত মন্তব্য থেকে বিএনপিকে বিরত থাকার আহবান জানিয়েছেন৷

https://p.dw.com/p/QWhR
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)ছবি: Harun Ur Rashid Swapan

রোববার রাতে জাসাসের নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই দেশের উন্নতি ও সমৃদ্ধি চায়না৷ তারা দেশে অশান্তি সৃষ্টি করতে পারদর্শী-সরকারী আর বিরোধী দল যেখনেই তারা থাকুক না কেন৷ তারা চায় বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করে আজীবন ক্ষমতায় থাকতে৷

অন্যদিকে আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিএনপি জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছে৷ তিনি বলেন, খোন্দকার দেলোয়ার বঙ্গবন্ধুর টিন (কর পরিচিত নম্বর) জানতে চেয়েছেন৷ দেলোয়ার জানেনই না তখন এর প্রচলনই ছিলনা৷ প্রধানমন্ত্রী সংসদে খালেদা জিয়ার সম্পদের যে তথ্য দিয়েছেন তা সঠিক উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়ার সম্পদের তালিকা প্রকাশ করা হবে৷ তিনি বিএনপিকে সংসদে গিয়ে এর জবাব দিতে বলেন৷

সৈয়দ আশরাফ বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষায় মরিয়া হয়ে উঠেছে৷ এই কারনে ২৬ শে ডিসেম্বর যুদ্ধাপরাধী মাওলানা মহিউদ্দিনের ডাকা হরতালে সমর্থন দিয়েছে তারা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম