1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগে যুদ্ধাপরাধী-স্বাধীনতা বিরোধী আছে - দাবি খালেদার

৪ জানুয়ারি ২০১১

বিএনপির চেয়ারপার্সন এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার করলে তারা সরকারকে সমর্থন দেবেন৷কিন্তু বর্তমানে প্রকৃত যুদ্ধাপরাধীর বিচার হচ্ছেনা বলে তার দাবি৷

https://p.dw.com/p/ztCz
খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

বিএনপির চেয়ারপার্সনের দাবি শাসক দল আওয়ামী লীগেও স্বাধীনতা বিরোধী-যুদ্ধাপরাধী রয়েছে৷

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন অভিযোগে চাকরীচ্যুত প্রায় ২শ' কর্মকর্তা-কর্মচারী সোমবার রাতে দেখা করেন খালেদা জিয়ার সঙ্গে৷ গুলশান কার্যালয়ে সাক্ষাতকালে খালেদা জিয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তাদের চাকরি ফেরত দেবে৷ তিনি তখন অভিযোগ করেন, ছাত্রলীগ এবং যুবলীগ এখন প্রশাসনের ওপর ইচ্ছেমত চাপ সৃষ্টি করছে৷

খালেদা জিয়া বলেন, বিএনপিও যুদ্ধাপরাধীদের বিচার চায়৷ প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার হলে বিএনপি সরকারকে সমর্থন দেবে৷ তবে তার দাবি এখন প্রকৃত যুদ্ধাপরাধীর বিচার হচ্ছেনা৷ খালেদা জিয়া আরো দাবি করেন আওয়ামী লীগেও স্বাধীনতা বিরোধী-যুদ্ধাপরাধী রয়েছে৷ তিনি নিজের ঘরের যুদ্ধাপরাধীর আগে বিচার করতে বলেন৷ যুদ্ধাপরাধীদের কেন ক্ষমা করা দেয়া হয়েছিল সে প্রশ্নের জবাবও চান তিনি৷

খালেদা জিয়া গত দুই বছরে বর্তমান সরকারের কোন সফলতা দেখতে পাননা৷ তাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে৷ আর এই আন্দোলনে সমর্থন দিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা