1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উপজেলা নির্বাচনের চ্যালেঞ্জ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১ ফেব্রুয়ারি ২০১৪

সংসদ নির্বাচন একতরফা হলেও উপজেলা নির্বাচনে তা হচ্ছে না৷ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও এবার বিএনপি ও জামায়াত উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে সক্রিয়ভাবে৷ তাই ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য এই নির্বাচন সত্যিই একটা বড় চ্যালেঞ্জ৷

https://p.dw.com/p/1B0N4
Bangladesch Demonstrationen in Dhaka 30. Dez. 2013
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

বিএনপি এবং জামায়াতে ইসলামী ৫ই জানুয়ারির নির্বাচন বর্জন করায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা হতাশ৷ তাঁদের চাঙ্গা করে উপজেলা নির্বাচনের মাধ্যমে সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়তে চায় বিএনপি-জামায়াত৷ ক্ষমতাসীন আওয়ামী লীগও সেটা বুঝতে পেরেছে৷ তাই তারা উপজেলা নির্বাচনকে কোনোভাবেই হাল্কা করে দেখছে না৷ বিশেষ করে যাতে কোনো বিদ্রোহী প্রার্থী না থাকে, সেজন্য কঠোর অবস্থানে গিয়েছে তারা৷

আগামী ১৯শে ফেব্রুয়ারি দেশের ৯৭টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ইতিমধ্যেই এ সব উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়-পত্র জমা দেয়া শেষ হয়েছে৷ উপজেলা চেয়ারম্যন পদে মোট ৬৯০ জন মনোনয়ন-পত্র জমা দিয়েছেন৷ এছাড়া ভাইস চেয়ারম্যানের দুটি পদে মোট ১,০৩৬ জন মনোনয়ন-পত্র জমা দিয়েছেন৷ জানা গেছে, বিএনপি এবং আওয়ামী লীগের প্রায় সমান সংখ্যক প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন-পত্র জমা দিয়েছে৷ এছাড়া জামায়াত ২৬টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়-পত্র জমা দিয়েছে৷

খুলনার সাংবাদিক রকিবউদ্দিন আহেমেদ পান্নু ডয়চে ভেলেকে জানান, প্রার্থীরা এরই মধ্যে মাঠে নেমেছেন৷ আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতের তৃণমূল নেতা-কর্মীরা এই নির্বাচন নিয়ে বেজায় ব্যস্ত৷ বিএনপি-জামায়াতের লোকজন এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে চাইছে যে, সাধারণ মানুষ তাদের সঙ্গেই আছে৷ আর তাই ক্ষমতাসীন আওয়ামী লীগ আছে সতর্ক অবস্থানে৷ তারা দলীয় কোন্দল দূর করে একক প্রার্থী চাইছে৷ তাই দলের সিদ্ধান্তের বাইরে যাঁরা যাবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা এরই মধ্যে জানিয়ে দেয়া হয়েছে৷

রংপুরের সাংবাদিক লিয়াকত আলী বাদল জানান, সংসদ নির্বচনে অংশ না নেয়ার হতাশা কাটিয়ে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা উপজেলা নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছেন৷ তাঁরা চান তাঁদের প্রার্থীদের জিতিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে৷ এছাড়া আওয়ামী লীগের প্রার্থী এবং নেতা-কর্মীদের মধ্যে কোন্দল কতখানি থাকে তা বুঝতে ৩রা ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ দু'জন সাংবাদিকই জানান যে, উপজেলা নির্বাচনে বিএনপি-জামায়াত সর্বশক্তি দিয়ে লড়বে৷

সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, উপজেলা নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচন৷ এই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় না৷ তবে জাতীয় রাজনীতিতে এর প্রভাব আছে৷ ৫ই জানুয়ারির সংসদ নির্বাচন বর্জন করার পর, বিএনপি-জামায়াতের এই নির্বাচনে ফিরে আসা স্বস্তিদায়ক৷ এতে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে আর দলগুলো এই স্থানীয় সরকার নির্বাচনে তাদের জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করবে৷ এ জন্যই সকলে মরিয়া হয়ে মাঠে নেমেছে৷ তিনি আশা করেন, নির্বাচন কমিশন এবার যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য