1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আকাশে বাতাসে আজ ধবল ধোলাইয়ের গন্ধ

১৭ অক্টোবর ২০১০

হোয়াইট ওয়াশ, বাংলায় যাকে ইদানিং বলা হয় ধবল ধোলাই৷ আজ ঢাকার আকাশে বাতাসে এই শব্দটিই ভেসে বেড়াচ্ছে৷ নিউজিল্যান্ডকে শেষ ম্যাচে হারিয়ে সেই হোয়াইট ওয়াশকে কি বাস্তব রূপ দিতে পারবে সাকিব বাহিনী?

https://p.dw.com/p/Pfvg
Cricket Bangladesh gegen Neuseeland
বাংলাদেশের এই আনন্দ এখন আসছে বারে বারেছবি: AP

সর্বশেষ নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ৷ কিন্তু এরপরও সিরিজ হারতে হয়েছিল তাঁদের৷ তখন অনেকেই বলেছিলেন, যে হোম গ্রাউন্ডের সুবিধাটুকু আদায় করে নিয়েছে নিউজিল্যান্ড৷ এবার বাংলাদেশ সফরে এসে কিউই দলের পারফরমেন্স কিন্তু সেই ধারণাকে আরও জোরালো করেছে৷ সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে না গেলে এখন পর্যন্ত ফলাফল যে ৪-০ হতো না, তেমন কথা কিন্তু কেউ জোর দিয়ে বলতে পারছে না৷ তাই আজকের ম্যাচে সাকিব বাহিনী জিতে গেলেও সেটা কোন অঘটন হবে না৷

এর আগেও বাংলাদেশ দল প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছে৷ কেনিয়া ও জিম্বাবোয়ের মত দলকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতেছে৷ গত বছর ওয়েস্ট ইন্ডিজকে তাঁদের নিজের মাটিতে ৩-০ তে হারিয়ে এসেছে৷ কিন্তু এবারের সিরিজ জয়ের স্বাদটি একেবারেই আলাদা৷ কারণ গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেও সেই দলটি প্রথম সারির জাতীয় দল ছিল না৷ ওয়েস্ট ইন্ডিজ দলের মূল খেলোয়াড়রা সেই দলে ছিলেন অনুপস্থিত৷ কিন্তু এবারের নিউজিল্যান্ড একেবারে পুরো শক্তির দল৷ তাই তাঁদের বিরুদ্ধে যদি বাংলাদেশ ৪-০ তে সিরিজ জেতে তা হবে সত্যিই অভূতপূর্ব৷

এদিকে আত্মবিশ্বাসে টগবগ করছে এখন সাকিব বাহিনীর তরুণরা৷ যেমন শনিবার দলের উইকেট রক্ষক মুশফিকুর রহিম বললেন, আমরা এখনও সেরা খেলাটা খেলতে পারিনি৷ উন্নতির অনেক জায়গা বাকি আছে৷ আগের চেয়ে কাল আরও ভালো খেলার চেষ্টা করব৷ তবে অস্ট্রেলিয়া থেকে আসা কোচ জেমি সিডন্স কিন্তু বেশ সতর্ক৷ তিনি বলেছেন, আগের ম্যাচগুলোতে আমরা বেশ কিছু ভুল করেছিলাম৷ এগুলো পরের ম্যাচে করা যাবে না৷ তাই শিষ্যরা যাতে খেই হারিয়ে না ফেলে সেজন্য লাগাম কিন্তু তিনি ধরে রেখেছেন৷ এদিকে জানা গেছে, শেষ ম্যাচে দলে কোন পরিবর্তন আসছে না৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী