1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগামী ছয় মাসেও বাংলাদেশে গ্যাস সংকট কাটবেনা

১০ নভেম্বর ২০১০

আগামী ছয় মাসেও বাংলাদেশে গ্যাস সংকটের সমাধান হবেনা৷ যদিও গ্যাস উত্তোলনে এক মাসের মধ্যে কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তি সই হবে৷ তবে ভবিষ্যতে গ্যাস উদ্বৃত্ত হবে , জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান৷

https://p.dw.com/p/Q3Qz
গ্যাস, সমস্যা, পেট্রোবাংলা, বাংলাদেশ, মিলিয়ন, ঘনফুট, প্রধানমন্ত্রী Gas,Crisis,Petrobangla, Bangladesh, Bay of Bengal
ছবি: AP

দেশে বিদ্যুত উৎপাদনে গ্যাস ব্যবহার হয় ১০৩৫ মিলিয়ন ঘনফুট, শিল্প-কারখানায় ৩১৯, সার তৈরিতে ২৪৩, গৃহস্থালিতে ২১৯, সিএনজি ১০৯ এবং অন্যান্য খাতে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার করা হয়৷

গ্যাসের মোট উৎপাদন ১হাজার ৯৯৫ মিলিয়ন ঘনফুট হলেও চাহিদা রয়েছে ২ হাজার ৩শ' মিলিয়ন ঘনফুট৷ ৩০৫ মিলিয়ন ঘনফুটের ঘাটতি মেটাতে ৪টি রিগ দিয়ে গ্যাস ক্ষেত্র অনুসন্ধান অব্যাহত রেখেছে বাপেক্স৷ প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেছেন আগামি ১ মাসের মধ্যে বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলন এবং অনুসন্ধানে বিদেশী প্রতিষ্ঠান কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তি সই হবে ৷ কিন্তু আগামি ৬ মাসে গ্যাস সংকট সমাধানের সম্ভাবনা নেই৷ কারন নতুন গ্যাস জাতীয় গ্রিডে দিতে কমপক্ষে ৬ মাস সময় লাগবে৷

তবে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর বলছেন, ২০১২ সাল নাগাদ দেশে গ্যাস উদ্বৃত্ত হবে৷ তিনি জানান, ওই সময়ের মাধ্যে উদ্বৃত্ত গ্যাস উৎপাদন হবে ৫শ' মিলিয়ন ঘনফুট৷

তিনি অভিযোগ করেন, কেউ কেউ গ্যাস ব্যবহার করে তার বিল দিতে চাননা৷ তিনি জানান একজন শিল্পপতি যিনি একটি দৈনিক পত্রিকারও মালিক তার কাছে ১ কোটি ৫৮ লাখ টাকা গ্যাস বিল পাওনা রয়েছে পেট্রোবাংলার ৷ কিন্তু ওই গ্যাস বিল পরিশোধ না করে তিনি উল্টে হুমকি দিচ্ছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়