1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পাইস গার্লসরা আজ নারীবাদী

৭ জুলাই ২০১৬

ব্রিটিশ মিউজিক্যাল ব্যান্ড ‘স্পাইস গার্লস'-এর কথা মনে আছে? মনে আছে ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘ওয়ানাবি' গানটা? দীর্ঘ ২০ বছর পর সেই গানেরই একটা ‘রিমেক' করা হয়েছে সম্প্রতি, যাতে আলোচিত হয়েছে নারীর ক্ষমতায়ন ও সমানাধিকার৷

https://p.dw.com/p/1JKzW
ছবি: Getty Images

The Spice Girls' 'Wannabe' gets a feminist remake

ব্রিটেনের একটি অলাভজনক সংগঠন ‘প্রোজেক্ট এভরিওয়ান' এই ‘রিমেক'-এর মূল উদ্যোক্তা৷ জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ভারত, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলচ্চিত্র-সংগীতশিল্পীদের একত্রিত করেছে তারা৷ শুরু করেছে ‘গ্লোবাল গার্লস' ক্যাম্পেন৷ বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও অংশ নিয়েছেন এতে৷

আসলে শিশু নির্যাতন, বাল্য বিবাহ, ভ্রূণহত্যা, নারীর সমানাধিকার প্রভৃতি বিষয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই তৈরি হয়েছে ক্যাম্পেনটি৷ ‘ওয়াট উইমেন রিয়েলি রিয়েলি ওয়ান্টস', অর্থাৎ নারীরা সত্যিই কী চান – এই প্রশ্নেরই উত্তর দেয়ার চেষ্টা করা হয়েছে৷ তবে উত্তর দিয়েছেন নারীরা৷ নিজেদের কথা বলেছেন তাঁরা নিজের মুখেই৷ নাচতে নাচতে, কোমর বেঁধেছেন তাঁরা নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায়৷ তুলে ধরেছেন শিশু শিক্ষা, নারীর ক্ষমতায়ন, ধর্ষণের রাজনীতি বন্ধ করার কথা৷

জ্যাকলিনের কথায়, ‘‘আমাদের এমন একটা সমাজ গড়ে তুলতে হবে, যেখানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবেন না৷ গড়ে তুলতে হবে এমন একটা সমাজ ব্যবস্থা, যেখানে শিক্ষা, প্রযুক্তিগত দিক থেকেও তাঁরা এগিয়ে যেতে পারবেন৷''

ডিজি/এসবি

বন্ধু, ভিডিও ক্লিক করুন, দেখুন আর বলুন আপনি কী চান৷ লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান