1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ অস্কার মনোনয়নের ঘোষণা

২৫ জানুয়ারি ২০১১

চলচ্চিত্রমোদীরা এই দিনটির জন্য মুখিয়ে থাকেন পুরো বছর৷ আর সেই দিনটিই আজ৷ আজই মার্কিন শহর শিকাগোতে ঘোষণা করা হবে ২০১১ সালের অস্কারের জন্য মনোনীতদের নাম৷

https://p.dw.com/p/102TB
'স্লাম ডগ মিলিনিয়ার' ছবির জন্য ২০০৯ সালে অস্কার পান ড্যানি বয়েলছবি: AP

এবার অস্কার নমিনেশন পাবার দৌঁড়ে এগিয়ে আছে বেশ কয়েকটি ছবি৷ এর মধ্যে ফেসবুকের প্রতিষ্ঠাতাকে নিয়ে ছবি দ্য সোস্যাল নেটওয়ার্কের পাল্লা সবচেয়ে ভারি বলেই মনে করা হচ্ছে৷ সমান তালে দৌড়ে যাচ্ছে দ্য কিংস্ স্পিচ, ব্ল্যাক সোয়ান, ইনসেপশন এবং দ্য কিডস আর অল রাইট নামের ছবিগুলোও৷ ফেব্রুয়ারির ২৭ তারিখে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে এই মনোনীত ছবিগুলোর তালিকা থেকে সেরা ছবিটির নাম ঘোষণা করবেন জুরি বোর্ডের সদস্যরা৷ সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পরিচালকসহ নানা শাখায় মনোনীত কারা হলেন এ জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা৷

The Social Network
‘দ্য সোস্যাল নেটওয়ার্ক’ ছবির একটি দৃশ্যছবি: picture alliance/ZUMA Press

শিকাগোর স্থানীয় সময় সকালেই এই ঘোষণা আসবে দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সাইন্সেসের প্রেসিডেন্ট টম সেরাক এবং অভিনেত্রী মনিকার কাছ থেকে৷ যারা এই নমিনেশন অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে চান তাদের জন্য অস্কারের ওয়েবসাইটে রয়েছে সরাসরি প্রচার৷

বলে রাখা ভালো, প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠানটি হয় ১৬ মে ১৯২৯ সালে৷ হলিউডের রুজভেল্ট হোটেলে৷ ১৯২৭-২৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবিকে পুরস্কৃত করা হয় এ অনুষ্ঠানে৷ ১৯২৯ সালের ৩১ অক্টোবর আরেকটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয় অ্যামবাস্যাডর হোটেলে৷ এই অনুষ্ঠানে ১৯২৮-২৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিকে পুরস্কৃত করা হয়৷ এই অনুষ্ঠানে সেরা ছবির পুরস্কার পায় মেট্টো গোল্ডউইন মেয়ারের 'ব্রডওয়ে মেলোডি' ছবিটি৷ এটিই পুরস্কারপ্রাপ্ত, প্রথম 'ট্রফি'৷ আর এবার নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে এবার প্রদান করা হচ্ছে ৮৩ তম একাডেমি এওয়ার্ড৷ আর এ জন্য কাউন্ট ডাউনও শুরু হয়ে গেছে৷

Sandra Bullock
২০১০ সালে সারা অভিনেত্রীর পুরস্কার হাতে সান্দ্রা বুলকছবি: AP

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী