1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

৪ মার্চ ২০১১

দ্বিতীয় পর্বে ওঠার গুরুত্বপূর্ণ লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ৷ শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময়ে বিকেল ৩টায় শুরু হবে এই খেলা৷

https://p.dw.com/p/10TGY
ছবি: bdnews24.com

এবারের বিশ্বকাপে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের অবস্থা এই পর্যন্ত যা দাঁড়িয়েছে

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ভারতের কাছে ৮৭ রানে হারে৷ অন্যদিকে আয়ারল্যান্ডের সঙ্গে খেলায় বাংলাদেশ জেতে ২৭ রানে৷ ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে হারে ৭ ইউকেটে৷ পরের খেলায় ২১৫ রানে নেদারল্যান্ডস এর বিপক্ষে জেতে৷

আজকের খেলা নিয়ে অতীত অভিজ্ঞতা যা বলে

এর আগে মোট ১৬ বার খেলেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ৷ যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১১ বার৷ আর বাংলাদেশ ৩ বার৷ তবে আইসিসি র়্যাংকিং-এ ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এখন অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ৷ তারপরও শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ৷ তাই ভালো খেলা ছাড়া তাঁদের মোকাবিলা করা সম্ভব নয় একথা ভালো করেই জানে বাংলাদেশ দল৷

শেষ যখন এই দুই দলের মধ্যে খেলা হয়েছিলো

২০০৯ সালের জুলাইয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০ ব্যবধানে একদিনের সিরিজ জেতে৷ ঐ সিরিজের পর বাংলাদেশের মাটিতে এবার বিশ্বকাপে এই প্রথম দেখা হচ্ছে দুই দলের৷

আজকের খেলায় বাংলাদেশ দলের প্রস্তুতি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ খেলায় মাঠে ভুল না করতে নিজ দলের খেলোয়াড়দের প্রতি আহবান জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান৷ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার তিনি এই আহবান জানান৷ সাকিব বলেছেন, জিততেই হবে এমন চাপ নিয়ে আমরা মাঠে নামবো না৷ তবে চেষ্টা থাকবে গত খেলার ভুলগুলো এড়ানোর৷ আর তা করতে পারলেই আমরা জিতবো৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়