1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ থেকে শৈত্যপ্রবাহ কমবে

১৬ জানুয়ারি ২০১১

আজ থেকে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে ডেইলি স্টার৷ আবহাওয়া অফিস সূত্রে এ খবর দিয়েছে পত্রিকাটি৷ তার মানে, শৈত্যপ্রবাহ আজ থেকে কমবে৷

https://p.dw.com/p/zyCb
ঘন কুয়াশা থাকবে আরও তিন চারদিনছবি: AP

কিন্তু ঘন কুয়াশা থাকবে আরও তিন চারদিন৷ তবে এ মাসের শেষে শৈত্যপ্রবাহ আবারও আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস৷

নয় পুলিশ নিহত

বেশিরভাগ পত্রিকার মূল সংবাদ সড়ক দুর্ঘটনা নিয়ে৷ গতকাল শনিবার নরসিংদীতে যে নয় পুলিশ সদস্য নিহত হয়েছেন সে বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে ছেপেছে পত্রিকাগুলো৷ সঙ্গে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া পুলিশের গাড়ির ছবি৷ তবে কালের কন্ঠ নিহত নয় পুলিশ সদস্যের ছবি ছেপেছে৷ এছাড়া প্রথম আলো সহ কয়েকটি পত্রিকা নিহত ওসি'র পরিবারের সদস্যদের নিয়ে একটি মানবিক প্রতিবেদনও ছেপেছে৷

পৌর নির্বাচন

আগামীকাল ঢাকা বিভাগে, আর তারপর দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৌরসভাগুলোতে নির্বাচন হবে৷ সমকাল বলছে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নির্বাচন শান্তিপূর্ণ হবে কী না তা নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন৷ এদিকে বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমে পৌর নির্বাচন নিয়ে সিইসি এটিএম শামসুল হুদার কয়েকটি মন্তব্য ছাপা হয়েছে৷ শনিবার এক অনুষ্ঠানে সিইসি ঐসব কথা বলেছেন৷ তিনি বলেন একপ্রকার ‘বিরক্ত' হয়েই পৌর নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন৷ সিইসি বলেন দলগুলোর বারবার দাবির কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের৷ এছাড়া তিনি বলেন, অনেক চেষ্টা করেও নির্বাচনে প্রার্থীদের অতিরিক্ত অর্থব্যয় ঠেকানো যায়নি৷ আর রাজনৈতিক দলগুলোও মনোনয়ন বাণিজ্য বন্ধ করেনি৷ সিইসি'র এই বক্তব্যের প্রমাণ পাওয়া যায় প্রথম আলোর একটি প্রতিবেদনে৷ সেখানে বলা হয়েছে, চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী নিজেকে ১৫ লাখ টাকার বিনিময়ে নির্বাচন থেকে সরিয়ে নিতে চেয়েছিলেন৷ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সঙ্গে এ ব্যাপারে সমঝোতাও হয়েছিল৷ সেসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা৷ তবে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রথম আলো৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম