1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ ভোটগ্রহণ ইউক্রেইনে, ফলাফল হাড্ডাহাড্ডি হতে পারে

৭ ফেব্রুয়ারি ২০১০

ইউক্রেইনে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ আজ রবিবার৷ ইয়ানুকোভিচ আর টিমেশেঙ্কোর মধ্যে আবারও হাড্ডাহাড্ডি ফলাফলের সম্ভাবনা৷ সেক্ষেত্রে রাজনৈতিক সংকট কাটার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে৷

https://p.dw.com/p/Lum8
লড়াইয়ের আসরে এই দুজনেই প্রধান প্রতিদ্বন্দী, ইয়ানুকোভিচ, টিমেশেঙ্কোছবি: AP

ইউক্রেইনের প্রধানমন্ত্রী ইউলিয়া টিমেশেঙ্কো এবার ইউক্রেইনের প্রেসিডেন্ট হতে বদ্ধপরিকর৷ যে কারণে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয়দফায় পাশ্চাত্ত্যপন্থী টিমেশেঙ্কো যাবতীয় সমর্থন সংগ্রহ করে আসরে নেমেছেন৷ প্রথম দফায় যাঁরা কম ভোট পেয়েছিলেন, সেইসব প্রার্থীরাও টিমেশেঙ্কোর জন্য নিজেদের ভোট ছেড়ে দিতে রাজি৷

ভোটগ্রহণ চলবে আজ সারাদিন৷ আগাম সমীক্ষা ইত্যাদি সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে, ইউলিয়ার এত চেষ্টা চরিত্রও সেভাবে কাজে নাও আসতে পারে৷ কারণটা খুব স্পষ্টই৷ রাশিয়াপন্থী হিসেবে তো বটেই বিরোধী নেতা ভিক্টর ইয়ানুকোভিচ, যিনি কিনা একদা এই ইউলিয়া টিমেশেঙ্কোকে রাজনীতির আসরে নিয়ে এসেছিলেন, তাঁর গ্রহণযোগ্যতা রয়ে গেছে ভীষণভাবে ইউক্রেইনের সিনিয়র সিটিজেন সহ আসল জনগোষ্ঠীর মধ্যে৷ যাঁরা সেই পুরানো দিনের মূল্যবোধে বিশ্বাসী৷

Ukraine Wähler im Wahllokal alte Frau
প্রথমদফার ভোটগ্রহণের ছবিছবি: AP

ফলে যে ভোটটা হবে, তার ভিতরেও লড়াই জোরদার হতে চলেছে৷ আরও সত্য এটাই যে যদি এবারেও ফলাফল ত্রিশঙ্কু হয়, তাহলে সেটা ইউক্রেইনের জন্য দুঃসংবাদ৷ কারণ, দুর্নীতি, রাজনৈতিক সংকট এসবে বিপর্যস্ত তো বটেই, আর্থিক মন্দার ধাক্বায় ইউক্রেইন রীতিমত সমস্যায়৷ নেই পরিষেবা, নেই জাতীয় আয়ের উন্নয়ন, আছে ভেঙে পড়া অর্থনীতির জ্বালা৷ এরপর রাজনৈতিক সংকট দেখা দিলে সেটাকে সামলাতে পারা অত সহজ হবে না ইউক্রেইনের জন্য৷ তাই ভোটে ফলাফল হোক এমনটাই চাইছে সব মহল৷

ফলাফল হবে কিনা, তা বুঝতে লেগে যাবে বেশ কিছু ঘন্টা৷

প্রতিবেদন - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - রিয়াজুল ইসলাম