1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ হোয়াইট হাউজে ওবামা হু জিনতাও বৈঠক

১৯ জানুয়ারি ২০১১

চীনা প্রেসিডেন্ট হু জিনতাও-এর যুক্তরাষ্ট্র সফর শুরু হয়েছে৷ আজ প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন তিনি৷ এরপর যৌথ সাংবাদিক সম্মেলন৷ এবং তারপরই চীনা প্রেসিডেন্টের সম্মানে রাষ্ট্রীয় ভোজসভা৷

https://p.dw.com/p/zzdR
গত বছরের এপ্রিলে ওয়াশিংটনে শীর্ষ সম্মেলনে ওবামা ও হু জিনতাওছবি: AP

মার্কিন মুল্লুকে কেমন সময় কাটছে সফরকারী চীনা প্রেসিডেন্টের?

মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র পৌঁছাবার পর থেকে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রেসিডেন্ট হু জিনতাও৷ যুক্তরাষ্ট্রের মাটিতে নামার পর তাঁকে স্বাগত জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন৷ মজার ব্যাপার হলো এরপরেই হু জিনতাও যান হোয়াইট হাউসে৷ সেখানে বারাক ওবামা তাঁকে স্বাগত জানান এবং চীনা নেতাকে সঙ্গে নিয়ে নৈশভোজ সারেন৷ বলা হচ্ছে, এটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের একটি ব্যক্তিগত নৈশভোজ, যা অত্যন্ত বিরল৷ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি রবার্ট গিবস এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘আজ দুই নেতা যে সব বিষয়ে কথা বলবেন, সেগুলোয় একটি অনানুষ্ঠানিক ছক কেটেছেন তাঁরা৷'' আজই দিনের শেষের ‘গালা ভোজসভা'৷ চীনা প্রেসিডেন্টকে সর্বোচ্চ সম্মান জানানো হবে এই ভোজসভার মাধ্যমে৷

Hu Jintao in den USA Washington
হু জিনতাওছবি: AP

চীনা প্রেসিডেন্টের যে সব বিষয় নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট ওবামা

কূটনৈতিক ভাষায় যদি বলা হয়, তাহলে বলতে হবে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবেন তাঁরা৷ এর মধ্যে আছে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, চলমান বিশ্ব অর্থনীতি, চীনের মুদ্রা নীতি, রয়েছে মানবাধিকারের মতো বিষয়ও৷ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, এই সব বিষয়ের সঙ্গে যুক্ত হতে পারে প্রতিরক্ষা এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোও৷ বলা হচ্ছে, চীনের মুদ্রা নীতি মার্কিন অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে৷ অবশ্য এই কথা মানতে রাজি নন হু জিনতাও৷ ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হু বলেছেন তাঁর দেশের দ্রব্যমূল্য ঠিক রাখতেই নতুন মুদ্রা নীতি, কোন দেশের অর্থব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলার জন্য নয়৷ বৈঠকের পর দুই নেতা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন৷ চীনের মানবাধিকার ইস্যুগুলোর বিষয়ে সাংবাদিকদের কড়া প্রশ্নের মুখোমুখি হতে পারেন চীনা প্রেসিডেন্ট, এমনটাও মনে হচ্ছে৷


প্রতিবাদ বিক্ষোভ

প্রতিবাদ অব্যাহত৷ আজই হোয়াইট হাউসের সামনে কয়েক শত বিক্ষোভকারী বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ তারা সেখানে যে ব্যানার বহন করছিলেন, তাতে বারাক ওবামাকে উদ্দেশ্য করে লেখা ছিল, ‘মানবাধিকার লঙ্ঘন করায় হু জিনতাওকে ভৎসনা করুন৷' তারা কারাবন্দী নোবেল বিজয়ী লেখক লিও জিয়াবো'র মুক্তি দাবি করেও স্লোগান দেন৷

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক

জেনারেল ইলেকট্রিকস, কোকাকোলা এবং বোয়িং-এর মতো হেভি ওয়েট মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট৷ বোয়িং কোম্পানি চাইছে চীনের সঙ্গে ব্যবসা সম্প্রসারণ করতে৷ আর আজই তিনি উড়াল দেবেন শিকাগোর উদ্দেশ্যে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন