1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আঞ্চলিক রাজনীতি নিয়ে মাথা ঘামালেন না চিদম্বরম

৪ এপ্রিল ২০১০

দুদিনের সফরে শনিবার পশ্চিমবঙ্গে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম বুঝিয়ে দিলেন, এ রাজ্যের রাজনৈতিক কাজিয়ায় সালিশি করার কোনও ইচ্ছে তাঁর নেই৷ তাঁর দফতরের একমাত্র লক্ষ্য, মাওবাদীদের মোকাবিলা৷

https://p.dw.com/p/MmmR
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম এখন পশ্চিমবঙ্গ সফরেছবি: AP

কদিন আগেই দিল্লিতে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম বলেছিলেন, ২০১১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট সিপিএম-এর ওয়াটারলু হতে চলেছে৷ তার পরেই যখন শোনা গেল, দুদিনের ঝটিকা সফরে এসে, সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তাল বর্ধমানের রায়না বা মঙ্গলকোটে যাবেন চিদম্বরম, তখন তাঁর গোটা সফরটাই একটা রাজনৈতিক মাত্রা পেয়ে গিয়েছিল৷ বিশেষভাবে উৎসাহিত হয়েছিল তৃণমূল কংগ্রেস, যাদের অনুরোধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচিতে বর্ধমান অন্তর্ভুক্ত হয়েছিল৷ কিন্তু শনিবার পশ্চিমবঙ্গে এসে শেষপর্যন্ত বর্ধমানে গেলেন না চিদম্বরম৷ বরং শুরু থেকেই মাওবাদীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের ওপর মনোনিবেশ করলেন৷ মহাকরণে এদিন রাত আট-টার পর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বৈঠক শুরু করেন চিদম্বরম৷ বৈঠক চলে প্রায় ৪৫ মিনিট৷ বৈঠকের শেষ দিকে রাজ্য পুলিশের ডিজি কুলদীপ সিং এবং স্বরাষ্ট্রসচিব অর্ধেন্দু সেন আলোচনায় যোগ দেন৷ বৈঠক শেষ হওয়ার পর, চিদম্বরম মহাকরণে অপেক্ষারত সাংবাদিকদের জানান, তিনি এদিন কিছু বলবেন না৷ যা বলার, লালগড়ে গিয়ে বলবেন৷ রবিবার সকালে বিশেষ হেলিকপ্টারে চিদম্বরমের লালগড়ে যাওয়ার কথা৷

এদিন চিদম্বরমের বিমান কলকাতায় এসে পৌঁছনোর আগে দমদম বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়৷ তার আগেই, এদিন সকালে লালগড় থেকে চার কিলোমিটার দূরে বামাল গ্রামে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা৷ আর আগের দিনই ফের সরব হয়েছেন মাওবাদী নেতা কিষেনজি, যিনি যৌথ বাহিনীর গুলিতে আহত অথবা নিহত হয়েছেন বলে গুজব রটেছিল৷ সব মিলিয়ে বেশ উৎকন্ঠা ছিল চিদম্বরমের সফর ঘিরে৷ রবিবারও সতর্ক থাকতে হবে রাজ্য প্রশাসনকে, যেহেতু চিদম্বরমের সফর বানচাল করতে মাওবাদী প্রভাবিত তিন জেলায় বনধ ডেকেছে জনগণের কমিটি৷ মাওবাদী দমনে পূর্ব ভারতের চার রাজ্যে যৌথ বাহিনীর অপারেশন গ্রিন হান্ট চালু হওয়ার পর, সাফল্য-ব্যর্থতার হিসেব নিতে এই প্রথম লালগড়ে যাচ্ছেন চিদম্বরম৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্ধমান সফর বাতিল করায় হতাশ তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের নেতারা শনিবার রাতে রাজভবনে আসেন চিদম্বরমের সঙ্গে কথা বলতে৷ মহাকরণের বৈঠক শেষে, রাত কাটানোর জন্য রাজভবন পৌঁছে তাঁদের কিছুক্ষণ সময় দেন চিদম্বরম৷

প্রতিবেদন- শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়