1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আট পয়েন্টে এগিয়ে ডর্টমুন্ড, রবেনের লাল কার্ড

১০ এপ্রিল ২০১১

শেষ মুহূর্তের গোলে সমতা আনল বোরুসিয়া ডর্টমুন্ড৷ ফলে হামবুর্গের সাথে ১-১ গোলে ড্র ডর্টমুন্ডের৷ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের চেয়ে আট পয়েন্ট এগিয়ে ডর্টমুন্ড৷

https://p.dw.com/p/10qk2
Hamburg, Dennis, Diekmeier, Dortmund, Kevin, Grosskreutz, ball, German, first, division, Bundesliga, soccer, match, বোরুসিয়া, ডর্টমুন্ড, হামবুর্গ, খেলা, উত্তেজনাপূর্ণ, মুহূর্ত
বোরুসিয়া ডর্টমুন্ড ও হামবুর্গের মধ্যে খেলার উত্তেজনাপূর্ণ মুহূর্তছবি: AP

জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগায় চলতি মৌসুমে শিরোপা জয়ের পথে এগুচ্ছে ডর্টমুন্ড৷ তবে শনিবার হামবুর্গের সামনে বেশ চাপের মুখে পড়ে তারা৷ খেলার ৩৯ মিনিটে পেনাল্টি শটে গোল করেন সাবেক রেয়াল মাদ্রিদ তারকা রুড ভন নিস্টেলরয়৷ প্রথম গোলের পর জয়ের স্বপ্ন আরো প্রগাঢ় হয় হামবুর্গের৷ বেশ চেপে খেলতে থাকে তারা৷ দ্বিতীয়ার্ধেও খুব একটা পেরে উঠছিল না কোচ ইয়ুর্গেন ক্লপের ছেলেরা৷

কিন্তু ৭৮ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ থেকে বিদায় নিতে হয় ২২ বছর বয়সি মধ্যমাঠের খেলোয়াড় আনিস বিন হাতিরাকে৷ ফলে হামবুর্গকে দশ জন খেলোয়াড় নিয়ে বাকি সময় লড়তে হয়েছে শক্ত প্রতিপক্ষ ডর্টমুন্ডের বিরুদ্ধে৷ ডর্টমুন্ড এই সুযোগকে কাজে লাগানোর জন্য জোর উদ্যমে হানা দিতে থাকে হামবুর্গের পেনাল্টি বক্সে৷ তবুও গোল শোধ করতে তাদের লড়তে হয়েছে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত৷ ৯২ মিনিটে দলের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টটি ছিনিয়ে আনেন পোলিশ মিডফিল্ডার ইয়াকুব ব্লাজচিকোভস্কি৷ ফলে ১-১ গোলে ড্র পেয়ে শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগুলো ডর্টমুন্ড৷

অবশ্য আজ রবিবার জাঙ্কট পাউলির বিরুদ্ধে মাঠে নামছে দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেন৷ রবিবারের ম্যাচ জিতলে লেভারকুজেন এবং ডর্টমুন্ডের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াবে পাঁচে৷ ফলে একটা শঙ্কা এখনও বিরাজমান ক্লপ এবং তাঁর দলের সবারই৷

ওদিকে, শিরোপার ধারেকাছে পৌঁছতে ছুটে আসছে হানোফারও৷ শনিবার মাইন্সকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে হানোফার৷ তাদের ঝুলিতে ৫৩ পয়েন্ট৷ মাইন্সের বিপক্ষে প্রথম গোলটি হয় প্রথমার্ধের একেবারে শেষ সময়ে৷ পেনাল্টি শটে গোল করেন আইভরি কোস্ট তারকা দিদিয়ের কোনান৷ এরপর ৫৯ মিনিটে দলের জয় নিশ্চিত করেন হানোফার মিডফিল্ডার সেরগিও পিন্টো৷ মাইন্সের পয়েন্ট ৪৫৷ অবস্থান পঞ্চম৷

এছাড়া নুরেমব্যার্গের সাথে ১-১ গোলে ড্র করে চতুর্থ স্থানে বায়ার্ন মিউনিখ৷ হানোফারের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে মিউনিখ৷ শনিবার মিউনিখের পক্ষে একমাত্র গোলটি করেন জার্মান জাতীয় দলের মিডফিল্ডার থমাস ম্যুলার৷ খেলার ৫ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন ম্যুলার৷ তবে ৬০ মিনিটে এসে গোল শোধ করেন নুরেমব্যার্গ স্ট্রাইকার ক্রিস্টিয়ান আইগলার৷

খেলার একেবারে শেষে গিয়ে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ডাচ তারকা অ্যারিয়েন রবেনকে৷ রেফারিকে গালি দেওয়ার অপরাধে লাল কার্ড জোটে রবেনের ভাগ্যে৷ অবশ্য, পরে নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন রবেন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান