1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আড়াই বছর পর ছেলের সঙ্গে দেখা হলো খালেদার

১৬ মে ২০১১

এরশাদের সামরিক শাসন অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের দেয়া রায়, এসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ ও লন্ডনে খালেদা-তারেক সাক্ষাৎ - এসবই সোমবারের ঢাকার পত্রপত্রিকার প্রধান প্রধান খবর৷

https://p.dw.com/p/11GZ7
BNP chairperson Khaleda Zia at an election rally of four party alliances at the Jimkhana ground in Narayanganj. *** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed these photos for Deutsche Welle. As he mentioned, ‘’this photo is taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use it.’’ ***
ছবি: Mustafiz Mamun

এরশাদের শাসনামল নিয়ে রায়

বেশিরভাগ পত্রিকার প্রধান খবর এটি৷ সমকাল বলছে, সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ৷ এর মানে হচ্ছে, দেশের সর্বোচ্চ আদালতের চোখে এরশাদের সামরিক শাসন অবৈধ৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সুরঞ্জিত সেন গুপ্তের প্রতিক্রিয়া ছাপানো হয়েছে৷ তিনি বলছেন, ‘পঞ্চম সংশোধনী বাতিল করে আদালত যেদিন রায় দিয়েছেন, সেদিনই সপ্তম সংশোধনীর ভাগ্য নির্ধারিত হয়ে গেছে৷ কারণ একটি সামরিক শাসন অবৈধ হবে, আরেকটি বৈধ থাকবে, তা হয় না৷' উল্লেখ্য, পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণার মাধ্যমে জিয়াউর রহমানের সামরিক শাসনকে অবৈধ বলা হয়েছিল৷

শেয়ারবাজার

নতুন চেয়ারম্যান নিয়োগের খবরে বাজার বেশ চাঙ্গা ছিল রোববার৷ পত্রিকাগুলো সেরকমই খবর দিচ্ছে৷ প্রথম আলোর তাদের প্রতিবেদনে এসইসি'র নতুন চেয়ারম্যানের কথাবার্তা ছেপেছে৷ তিনি বলছেন, শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই হবে তাঁর মূল কাজ৷ এছাড়া এসইসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নেয়া এই শিক্ষক৷ তিনি মস্কো থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর ও পরিসংখ্যানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন বলে জানিয়েছে প্রথম আলো৷ এদিকে সমকাল বলেছে, রোববার দেশের উভয় শেয়ারবাজার বেশ চাঙ্গা ছিল৷

খালেদা-তারেক সাক্ষাত

কালের কণ্ঠ বলছে লন্ডন সফরে গিয়ে খালেদা জিয়া ছেলে তারেককে জড়িয়ে ধরে কেঁদেছেন৷ প্রায় আড়াই বছর পর মা-ছেলের দেখা হলো৷ তাই প্রথম দেখাটা আবেগঘন ছিল বলে জানায় পত্রিকাটি৷ তাদের দেখা হওয়ার একটি ছবিও ছাপিয়েছে পত্রিকাটি৷ এদিকে খালেদা লন্ডনে পৌঁছার পর বিমানবন্দরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় উত্তেজনার খবরও দিয়েছে বিভিন্ন পত্রিকা৷ এরজন্য দু'দলই পরস্পরকে দায়ী করেছে৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই