1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদিম মানব নিয়ানডার্থালের আরও প্রমাণ মিলল রাশিয়ায়

১৩ মে ২০১১

নিয়ানডার্থাল৷ সায়েন্স জার্নাল বলছে, মানুষের প্রাগৈতিহাসিক এই পূর্বপুরুষ নাকি রাশিয়ার মেরু অঞ্চলেই ঘোরাফেরা করত৷ এ খবর সাম্প্রতিক এক গবেষণার ফসল৷

https://p.dw.com/p/11F8V
একটু ঝুঁকে সে চলত, তার শরীর ছিল লোমশ, শক্তপোক্তছবি: Neanderthal Museum/H. Neumann

আজকের যে আমি আপনি, সেই আধুনিক মানুষের প্রথম পূর্বপুরুষের নাম নিয়ানডার্থাল৷ একটু ঝুঁকে সে চলত, তার শরীর ছিল লোমশ, শক্তপোক্ত৷ বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে লড়ে বাঁচতে হত তাকে৷ ঠিক আজকের মানুষের মত তার চালচলন তো ছিল না! অনেকটাই অন্যরকম, অনেকটাই জান্তব৷

তো, এই যে নিয়ানডার্থাল মানব, এরা পৃথিবীতে ছিল ৩৭ হাজার বছর আগে৷ তারা লোপও পেয়ে গেছে কয়েক হাজার বছর আগে৷ এই নিয়ানডার্থালদের জীবনযাপনের বহুতর প্রমাণ পেয়ে গেছেন গবেষকরা রাশিয়ার মেরু অঞ্চলে৷ যে প্রমাণের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র এবং অন্যান্য প্রমাণাদি৷

মাটি খুঁড়ে পাওয়া গেছে নিয়ানডার্থালদের ব্যবহার করা সংখ্যায় ৩০০-রও বেশি পাথরের তৈরি অস্ত্র, মিলেছে অজস্র ম্যামথ বা প্রাচীন হাতি, লোমওয়ালা গন্ডার আর কালো ভালুকের ফসিল হয়ে যাওয়া শরীরও৷ নরওয়ে, ফ্রান্স আর রাশিয়ার গবেষকরা, যাঁরা এই গবেষণার কাজটি চালিয়েছেন, তাঁদের মতে, এইসব মস্ত বড় বড় এবং শক্তিশালী জন্তুদের ওই নিয়ানডার্থালরাই শিকার করে খেয়েছিল৷ পাথরের অস্ত্রগুলো তারই প্রমাণ৷

রাশিয়ার উরাল পর্বতমালার পেছোরা নদীর ডানদিকের উপত্যকায় এই নিয়ানডার্থাল জনগোষ্ঠীর বসবাস ছিল আজ থেকে ৩৭ হাজার বছর আগে৷ রাশিয়ার বিজোভায়া এলাকায় তারা যে ছিলই তার প্রমাণ আগেও মিলেছিল৷ এখন সাম্প্রতিক আবিষ্কার থেকে বিষয়টি আরও স্পষ্ট এবং জোরদার হল মাত্র৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দোপাধ্যায়

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস