1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক আদালতে শেভরনের দাবি নাকচ

১৯ মে ২০১০

আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানি শেভরন পেট্রোবাংলার পাইপলাইন ব্যবহারের টাকা দেবে না বলে মামলা করেছিল৷ আর পেট্রোবাংলা বলেছিল এই দাবি অযৌক্তিক৷

https://p.dw.com/p/NRPs
শেভরনছবি: AP

ঢাকার প্রায় প্রতিটি শীর্ষস্থানীয় পত্রিকায় আন্তর্জাতিক আদালতে শেভরনের দাবি নাকচের খবরটি উঠে এসেছে৷ এই প্রথম বাংলাদেশ সরকার কোন আন্তর্জাতিক মামলায় জিতলো৷ আন্তর্জাতিক আদালতের মামলায় পেট্রোবাংলা জিতেছে৷ অর্থাৎ শেভরনের দাবি নাকচ করেছে আদালত৷ আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানি শেভরন পেট্রোবাংলার পাইপলাইন ব্যবহারের টাকা দেবে না বলে মামলা করেছিল৷ আর পেট্রোবাংলা বলেছিল এই দাবি অযৌক্তিক৷ পরে শেভরন আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়৷ মামলায় হারার ফলে শেভরন পেট্রোবাংলাকে বছরে প্রায় ২৪০ মিলিয়ন ডলার দেবে৷

উন্নয়ন সহায়তা বাড়াবে কোরিয়া

বাংলাদেশের প্রতি অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্প অবকাঠামো আধুনিকায়নে সহায়তা বাড়ানোর কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া৷ সোলে, কোরীয় প্রেসিডেন্ট লী মিউং- বাক ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে শীর্ষ বৈঠকে, দু'দেশের অর্থনৈতিক সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে একমত হয়েছেন দুই নেতা৷

দাতাগোষ্ঠী চাই না দুদকের ক্ষমতা কমুক

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ক্ষমতা খর্ব হওয়ার ব্যাপারটি উদ্বেগজনক বলে সরকারের কাছে এক চিঠিতে অভিমত জানিয়েছে উন্নয়ন সহযোগি বা দাতাগোষ্ঠীর জোট হিসেবে পরিচিত লোকাল কনসালটেটিভ গ্রুপ (এলসিজি)৷ সংস্থাটির নির্বাহী কমিটির প্রধান ক্রিস অস্টিন গত মার্চে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে এই চিঠি দেন৷

ড. মহম্মদ ইউনুসকে আদালতে তলব

ভূমি দখল মামলায় শান্তি নোবেল পুরষ্কার জয়ী ড. মুহম্মদ ইউনুসকে আদালতে তলব করা হয়েছে৷ লিবরা ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রওশন আলমের ভূমি দখলের অভিযোগে করা মামলায় গ্রামীণ টেলিকমের পরিচালক ও প্রধান পৃষ্ঠপোষক ইউনুস সহ ১৪ জনকে আদালতে হাজির হবার জন্যে গত ১৬ই মে সমন জারি করে গাজীপুরের প্রথম যুগ্ম জেলা জজ আদালত৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী