1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের নিয়ে শীতকালীন স্কুল

২৪ নভেম্বর ২০১০

জার্মানির ভিটেন হ্যারডেক বিশ্ববিদ্যালয় এক সপ্তাহের জন্য বিশেষ একটি সম্মেলনের আয়োজন করেছে৷ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ২৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে এই সেমিনারে৷ বিষয় স্থায়ী উন্নয়ন৷

https://p.dw.com/p/QGgT
জার্মানি, ভিটেন, হ্যারডেক, বিশ্ববিদ্যালয়, University, Witten-Herdecke,
জার্মানির ভিটেন হ্যারডেক বিশ্ববিদ্যালয়ছবি: picture-alliance/ dpa

বিশেষ এই সম্মেলনের নাম দেওয়া হয়েছে ঐকোস উইন্টার স্কুল৷ ২৫ জন ছাত্র-ছাত্রী পুরো একটি সপ্তাহে নিজেদের মত করে সময় কাটাবে এখানে৷ একটি পরিবারের মত সবাই থাকবে৷ সবাই মিলে দায়িত্ব ভাগাভাগি করে নেবে৷ বছরে একবার এই কনফারেন্সের আয়োজন করা হয়৷ এই নিয়ে চতুর্থবারের মত আয়োজন করা হল ঐকোস উইন্টার স্কুল কনফারেন্স৷

কোন কোন দেশ থেকে আসছে ছাত্র-ছাত্রীরা? রাশিয়া, ভারত, নরওয়ে, ব্রাজিল সবগুলো মহাদেশই রয়েছে অংশগ্রহণকারীদের তালিকায়৷ সবাই ‘স্থায়ী উন্নয়ন' বিষয় নিয়ে জানতে আগ্রহী৷ অনেকেই আবেদন করে এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য৷ শুধু বেছে বেছে তাদেরই সুযোগ দেওয়া হয় যারা এই বিষয়ে ইতিমধ্যেই কাজ বা পড়াশোনা করছে৷

গুস্তাভো পারা এসেছে ব্রাজিল থেকে৷ ব্রাজিলের দরিদ্র মানুষদের সাহায্য করার ইচ্ছা পোষণ করে গুস্তাভো এসেছে এই সম্মেলনে৷ সাহায্য করতে হলে বৈদেশিক সাহায্যের প্রয়োজন৷ সেই সাহায্য ছাড়া কোন অবস্থাতেই দেশকে, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়৷ গুস্তাভো জানান, ব্রাজিলে সবাই শিক্ষার সুযোগ পায়না৷ একটি ভাল স্কুলে যাওয়ার বা ছেলে-মেয়েকে ভাল স্কুলে পাঠানোর সামর্থ্য সবার নেই৷ এর সঙ্গে আর্থিক উপার্জনের বিষয়টি জড়িত৷ কেউ কেউ খুব ভালভাবে দিন চালাচ্ছে আবারো দেখা যাচ্ছে অনেকেই সাধারণ জীবন-যাপন চালাতেই হিম-শিম খাচ্ছে৷

২৫ বছর বয়স্ক গুস্তাভোর জন্য স্থায়ী উন্নয়নের খুঁটিনাটি দিকগুলো জানা জরুরি৷ কারণ সবাইকে সুযোগ দেওয়া প্রয়োজন৷ এভাবেই একটি দেশ এগিয়ে যেতে পারে৷ গুস্তাভো আরো জানান, তিনি ব্রাজিলে একটি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট যারা একটি সমাজ কল্যাণমুখী পরিবেশ বান্ধব ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়৷ কীভাবে ব্যাংকটি দাঁড় করানো যায়, এর কার্যক্রমকে স্থায়ী এক কাঠামো দেয়া যায় সে বিষয়ে বেশ কিছু জ্ঞান তাঁর প্রয়োজন৷ এই ব্যাংক ছোট-খাটো অসংখ্য প্রতিষ্ঠানকে আর্থিক সাহায্য প্রদান করতে চায়৷ ক্ষুদ্র ঋণ ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করতে চায়৷

ঐকোস উইন্টার স্কুল সম্মেলনের আয়োজকদের একজন মাথিয়াস ড্রেসার৷ তিনি জানান, মূল লক্ষ্য সেসব ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণকারী হিসেবে আনা যারা নতুন কিছু চিন্তা-ভাবনা করছে৷ বিশেষ করে স্থায়ী উন্নয়নের বিষয়টি যাদের কাছে গুরুত্বপূর্ণ৷ আমাদের এক সপ্তাহের এই সম্মেলনে এরা অনেক কিছু দেখছে, শিখছে এবং প্রশ্নও করছে৷ প্রতি সন্ধ্যায় বসছে আলোচনা অনুষ্ঠান৷ আমরা এমনভাবে এদের তৈরি করে দিচ্ছি যাতে নিজ দেশে ফিরে গিয়ে তারা তাদের শিক্ষকদের সঙ্গেও এ বিষয় নিয়ে কথা বলতে পারে৷

এবারের দলে ছয়জন জার্মানও রয়েছে৷ সবাই অর্থনীতি বিষয় নিয়ে পড়াশোনা করছে৷ ভবিষ্যতে সবাই স্থায়ী উন্নয়নের বিষয়টি নিয়ে কাজ করতে চায়৷ সেটা যে ক্ষেত্রেই হোক না কেন৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক