1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক তদন্তে রাজি হতে ইসরায়েলের ওপর তুরস্কের চাপ

৭ জুন ২০১০

তুর্কি নৌবহরে ইসরায়েলি হামলা নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা এখনো বেশ চরমে৷

https://p.dw.com/p/Njt4
নৌবহরে ইসরায়েলি হামলাছবি: AP

ইসরায়েল যদি ঐ হামলার আন্তর্জাতিক তদন্তে রাজি না হয় তাহলে দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোন সম্ভাবনা নেই, বলে জানিয়ে দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুটোগলু৷

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন এই আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব করেন৷ তবে ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত৷

এদিকে, নৌবহরে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ইসরায়েলি হামলায় নিহত হলেন চার ফিলিস্তিনি কমান্ডো৷ সোমবার ভোররাতে গাজা শহরের দক্ষিণে সাগরে একটি নৌকায় হামলা চালায় ইসরায়েলি নৌবাহিনী৷ এছাড়া হেলিকপ্টার থেকেও ঐ নৌকায় গুলি করা হয়েছে বলে জানা গেছে৷ এসময় নৌকাতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের সঙ্গে জড়িত আল আকসা মার্টায়ার্স ব্রিগেডের সাত কর্মী ছিলেন৷ হামলায় চারজন নিহত হওয়ার কথা জানিয়েছেন বেঁচে যাওয়া আবু আল-ওয়ালিদ৷ তাঁদের একজন সদস্য এখনো নিখোঁজ বলেও জানা ওয়ালিদ৷ তিনি বলেন, তাঁরা সাঁতার শিখতে সেখানে গিয়েছিলেন এবং তাঁদের নৌকায় কোনো অস্ত্র ছিলনা৷ তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি যে, নৌকাতে একদল সন্ত্রাসী ছিল৷

অন্যদিকে, তুরস্কের ইস্তান্বুলে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে একটি নিরাপত্তা সম্মেলন৷ এশিয়ার ২০টি দেশের সংগঠন কনফারেন্স অন ইন্টারেকশন এন্ড কনফিডেন্স বিল্ডিং মিজারস্ ইন এশিয়া বা সিআইসিএ-র শীর্ষ নেতারা যোগ দিচ্ছেন এই সম্মেলনে৷ এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, আফগানিস্তানের হামিদ কারজাই ও রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিন৷ তবে ইসরায়েল এই সংগঠনের সদস্য হলেও দেশটির কোন শীর্ষনেতা অংশ নিচ্ছেন না এই সম্মেলনে৷ এর পরিবর্তে তুরস্কে ইসরায়েলের রাষ্ট্রদূতের যোগ দেয়ার কথা রয়েছে৷

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও সম্মেলনে যোগ দিতে এখন ইস্তান্বুল রয়েছেন৷ আজ তাঁর সাক্ষাতের কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুলের সঙ্গে৷ এসময় আব্বাস তুর্কি নৌবহরে ইসরায়েলি হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করবেন৷ এদিকে সম্মেলন শেষে আব্বাস যুক্তরাষ্ট্র রওয়ানা দেবেন৷ সেখানে তাঁর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে৷ উল্লেখ্য, মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে, গাজার সার্বিক পরিস্থিতি উন্নয়নে নতুন কৌশল নির্ধারণের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র৷ এরই প্রেক্ষিতে তিনি আজ বৈঠক করেন মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের সঙ্গে৷

এদিকে ইরানের রেড ক্রিসেন্ট বলছে যে, তাঁরা ত্রাণবাহী তিনটি জাহাজ পাঠাবে গাজায়৷ এর মধ্যে দুটি জাহাজ এই সপ্তাহের শেষ নাগাদ গাজার উদ্দেশ্যে রওয়ানা দিতে পারে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সাগর সরওয়ার