1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক ফুটবল থেকে ইমানুয়েল আদেবায়োর-এর অবসরের ঘোষণা

১৩ এপ্রিল ২০১০

২৬ বছরের আদেবায়োর বলেন, সেই দুঃখজনক ঘটনার পর, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবার কঠিন সিদ্ধান্তটি আমাকে নিতে হয়েছে৷ ভয়াবহ ঘটনাটি এখনও আমাকে তাড়া করে ফেরে, চোখে ভাসে সেই ভয়াবহ বিকেলটি৷

https://p.dw.com/p/Mup6
ইমানুয়েল আদেবায়োরছবি: dpa

টোগোর জাতীয় দল ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ফুটবলার ইমানুয়েল আদেবায়োর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবার ঘোষণা দিয়েছেন৷ টোগো দলের বাসে সন্ত্রাসীদের বন্দুক হামলার তিন মাস পর,আদেবায়োর অবসর নেবার এই ঘোষণা দিলেন৷

চলতি বছরের জানুয়ারীতে আফ্রিকান কাপ অব নেশনস চলার সময়, টোগো দলের খেলোয়াড়দের একটি বাসে সন্ত্রাসীদের বন্দুক হামলায় তিন জন প্রাণ হারান৷ তার মধ্যে দু'জন ছিলেন টোগো দলের সদস্য৷ টুর্নামেন্ট শুরুর আগেই এ্যঙ্গোলার কাবিন্দায় তাদের ওপর হামলা চালানো হয়৷ এরপর দলটি প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়৷ ঘটনার পর, আফ্রিকান ফুটবল কনফেডারেশন দলটিকে কার্যত অযোগ্য ঘোষণা করে পরবর্তী দুই টুর্নামেন্ট থেকে দলটিকে সাময়িকভাবে বরখাস্ত করে৷

সোমবার এক বিবৃতিতে, ২৬ বছরের আদেবায়োর বলেন, সেই দুঃখজনক ঘটনার পর, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবার কঠিন সিদ্ধান্তটি আমাকে নিতে হয়েছে৷ ভয়াবহ ঘটনাটি এখনও আমাকে তাড়া করে ফেরে, চোখে ভাসে সেই ভয়াবহ বিকেলটি৷ তিনি বলেন, আমরা শুধুমাত্র ফুটবল খেলোয়াড় হিসেবেই প্রতিযোগিতায় অংশ নেই এবং দেশের প্রতিনিধিত্ব করি৷ তাতেই আমাদের ওপর হামলা হয়েছে এবং তারা আমাদের সবাইকে হত্যা করতে চেয়েছিল৷

আদেবায়োর বলেন, ৯ বছর ধরে আমি টোগো দলের জন্যে খেলছি, এ্যাঙ্গোলার ঘটনা সত্বেও আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে আনেক সুখস্মৃতিও রয়েছে৷ সুখ স্মৃতিচারন করতে গিয়ে আদেবায়োর বলেন, ২০০৮ সালের আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার হয়েছিলেন তিনি, ৩৮টি প্রতিযোগিতায় দেশের পক্ষে ১৬টি গোল দিয়েছেন৷ তিনি বলেন, টোগো ফুটবল দলের অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই গর্ববোধ করি৷

আদেবায়োর বলেন, দল এবং দলের সবাই সবসময়ই আমার হৃদয়ের কাছাকাছি থাকবে৷ এবং ভবিষ্যতে তাঁরা যেসব সব চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, প্রতিটি ক্ষেত্রেই আমি তাদের সাফল্য কামনা করি৷

প্রতিবেদক: ফাহমিদা সুলাতানা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম