1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আপত্তিকর ইঙ্গিত করে চাকরি হারালেন বিমানবালা

৩ অক্টোবর ২০১৭

নাইজেরীয় বিমানযাত্রীদের ‘বাড়াবাড়ি রকম' চাহিদার কথা স্ন্যাপচ্যাটে এক ভিডিওতে জানিয়েছিলেন তিনি৷ কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজের পোশাক পরে বিমানযাত্রীদের দুর্নাম করায় চাকরিটাই গেল তাঁর৷

https://p.dw.com/p/2l8O7
SYMBOLBILD IT-Probleme British Airways streicht alle Flüge in London
ছবি: picture alliance/AP Photo/F. Augstein

ঠিক কখন, কোথায় ভিডিওটি ধারণ করা হয়েছিল, তা জানা যায়নি৷ তবে জোয়ান উইকেনডেনের স্ন্যাপচ্যাট ভিডিওটি কিভাবে যেন পৌঁছে যায় টুইটারে৷ আর দ্রুতই তা ভাইরাল হয় নাইজেরিয়ায়৷ শুরু হয় ব্যাপক সমালোচনা৷ ব্রিটিশ এয়ারওয়েজও ব্যবস্থা নিতে বাধ্য হয়৷

ভিডিওতে দেখা যায়, উইকেনডেন বেশ রসিয়ে রসিয়ে বলছেন, ‘‘সেখানে সব নাইজেরীয়রা বলে যে, ‘আমাকে কোকাকোলা দাও, আমাকে গরুর মাংস দাও, কেন তোমাদের গরুর মাংস শেষ হয়ে গেছে? আমি গরুর মাংস চাই৷' আর তাদের শান্ত করতে আমার বলতে হয়, দুঃখিত স্যার, আমাদের মাংস শেষ হয়ে গেছে৷''

ভিডিওতে তিনি আরো বলেন, ‘‘সব নাইজেরীয়রা (ফা***) সিট আপগ্রেট চায়৷ কেননা, তাদের আরো লেগ রুম প্রয়োজন, যাতে তাদের বিবিসির (কৃষ্ণাঙ্গদের পুরুষাঙ্গ বোঝায়) জন্য জায়গা হয়৷''

বলাবাহুল্য, এই ভিডিও টুইটারে প্রকাশ হওয়ার পর নাইজেরিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে৷ ফলে পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায় যে, আলোচিত কর্মীকে চাকুরিচ্যুত করা হয়েছে৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য