1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে জঙ্গি হামলা, জার্মানিতে মার্কিন-তালেবান বৈঠক

২২ মে ২০১১

কাবুলের সামরিক হাসপাতালে হামলার পর রবিবার একেবারে পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছে জঙ্গিরা৷ এদিকে, পশ্চিমা শক্তির বিরুদ্ধে যুদ্ধরত জঙ্গি গোষ্ঠী তালেবান প্রতিনিধিদের সাথে মার্কিন প্রতিনিধিদের সরাসরি সমঝোতা বৈঠক জার্মানিতে৷

https://p.dw.com/p/11LIY
ছবি: DW

হাতে রাইফেল নিয়ে খাকি পোশাক পরে পুলিশের ছদ্মবেশে সদর দপ্তরে ঢুকে হামলা করে জঙ্গিরা৷ এতে নিহত হয়েছে এক সৈন্যসহ অন্তত পাঁচ জন৷ প্রাদেশিক গভর্নর আব্দুল জাবার নাইমির উদ্ধৃতি দিয়ে এই খবর দিচ্ছে বার্তা সংস্থাগুলো৷ রবিবার স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় ছদ্মবেশী চার জঙ্গি খোস্ত প্রদেশের পুলিশ সদর দপ্তরে প্রবেশ করে৷ এসময় সেখানে প্রথম হামলায় তিন জন পুলিশ সদস্য নিহত হয়৷ এরপর প্রায় কয়েক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গুলি বিনিময় চলে৷

প্রায় নয় ঘণ্টা পর সেখানে আফগান এবং বিদেশি সেনারা যৌথ অভিযান চালায়৷ এসময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ে আরো দুই নিরাপত্তা কর্মী প্রাণ হারায়৷ সরকারি বাহিনীর হাতে গ্রেপ্তারি এড়াতে ভবনের মধ্যে দুই আত্মঘাতী হামলাকারী নিজেদের শরীরে বেঁধে রাখা বোমা বিস্ফোরণ ঘটায়৷ এছাড়া নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হয়েছে অপর দুই জঙ্গি৷ ভবনের বাইরে দাঁড়িয়ে থাকা বিস্ফোরণ ভর্তি একটি কার উদ্ধার করেছে নিরাপত্তা কর্মীরা৷ সহিংসতা চলাকালে আহত হয়েছে অন্তত সাত জন৷ আহতদের মধ্যে পাঁচ জন পুলিশ এবং একজন সেনা সদস্য রয়েছে৷ তবে এখন পর্যন্ত এই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি৷

এদিকে, আফগান তালেবান গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের গোপন সমঝোতা বৈঠকে মধ্যস্থতা করছে জার্মানি বলে খবর পাওয়া গেছে৷ রবিবার জার্মান পত্রিকা স্পিগেল প্রকাশ করেছে এই খবর৷ এতে বলা হয়েছে, আফগানিস্তান ও পাকিস্তানের জন্য নিয়োজিত জার্মানির বিশেষ দূত মিশায়েল স্টাইনার এসব বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন৷ জার্মানিতে সর্বসাম্প্রতিক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে চলতি মাসের ৭ এবং ৮ তারিখ৷

ইতিমধ্যে এ ধরণের তিন দফা প্রত্যক্ষ বৈঠক হয়েছে৷ ২০১০ সালের শরতে প্রথম বৈঠক কাতারে অনুষ্ঠিত হয়৷ এছাড়া গত বছরের শেষ দিকে জার্মানিতে হয়েছে দ্বিতীয় দফা বৈঠক৷ এসব বৈঠকে অ্যামেরিকার পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা - সিআইএ'র কর্মকর্তারা রয়েছেন৷ আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর পক্ষে তাদের নেতা মোল্লাহ মোহাম্মদ ওমরের এক আত্মীয় রয়েছেন বলে জানিয়েছে পত্রিকাটি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়