1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে ন্যাটো রকেট হামলায় নিহত ১২

১৫ ফেব্রুয়ারি ২০১০

আফগানিস্তানে রকেট হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে ন্যাটো৷ বিষয়টি নিয়ে খানিকটা বিতর্ক সৃষ্টি হলেও হেলমান্দে অভিযান অব্যাহত রখেছে ন্যাটো বাহিনী৷

https://p.dw.com/p/M1AF
ছবি: AP

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে রবিবার ন্যাটোর দুটি রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১২ জন বেসামরিক নাগরিক৷ তালেবান বিরোধী সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনের এই প্রাণহানিতে খানিকটা বিপাকে ন্যাটো৷

জানা যায়, হেলমান্দে তালেবান জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে এই রকেট দুটি ছুঁড়েছিল ন্যাটো সেনারা৷ কিন্তু সেগুলো লক্ষ্যভ্রস্ট হয়ে ৩০০ মিটার দূরে একটি বাড়িতে আঘাত হানে৷ ফলে প্রাণ হারায় ১২ জন বেসামরিক নাগরিক৷ এক বিবৃতিতে ন্যাটো এই তথ্য জানিয়েছে৷

NO FLASH - US Marines in Afghanistan
ছবি: AP

ইতিমধ্যেই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে ক্ষমা চেয়েছেন আফগানিস্তানে ন্যাটোর সর্বাধিনায়ক স্ট্যানলে ম্যাকক্রিস্টাল৷

তদন্তের নির্দেশ

এর আগে আফগানিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয় যে, মারজাহ জেলায় একটি বাড়িতে ন্যাটো রকেট আঘাত হেনেছে৷ ফলে প্রাণ হারিয়েছে ১০ বেসামরিক নাগরিক৷ আফগান প্রেসিডেন্ট বিষয়টির তদন্তেরও নির্দেশ দিয়েছেন৷

সাঁড়াশি অভিযান

শনিবার থেকে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবান বিরোধী বড় ধরণের সামরিক অভিযান শুরু করেছে প্রায় ১৫,০০০ আফগান, মার্কিন এবং ব্রিটিশ সেনা৷ ইতিমধ্যেই সেখানকার ১৩টি তালেবান আস্তানায় হামলা চালিয়ে সফলতা পেয়েছে ন্যাটো বাহিনী৷ এই অভিযানকে বলা হচ্ছে ‘‘অপারেশন মুশতারাক''৷ এই প্রসঙ্গে হেলমান্দে ব্রিটিশ বাহিনীর কমান্ডার জেমস কোয়ান জানান, যারা আমাদের সঙ্গে হাত মেলাবে না, তাদের জন্য আমাদের হাত মুষ্টিবদ্ধ থাকবে৷ তারা পরাজিত হবে৷ আমি আফগান বন্ধুদের সহ এই অভিযানের একজন কমান্ডো হতে পেরে গর্বিত৷ অপারেশন মুশতারাক জঙ্গিবাদের উত্থান বন্ধের সুচনা করবে৷

NO FLASH Afghanistan Großoffensive U.S. Marines
ছবি: AP

জিম্মি সাংবাদিকদের ভিডিও

আফগানিস্তানে তালেবান বিরোধী অভিযানের পাশাপাশি আরেক খবর ফলাওভাবে প্রচার করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো৷ আর তা হলো, দুই জিম্মি ফরাসি সাংবাদিকের ভিডিও ফুটেজ৷ একাধিক বার্তা সংস্থা জানিয়েছে, রবিবার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে দুই সাংবাদিক ক্লান্ত অবস্থায় তাঁদের মুক্তির জন্য সাহায্যের আহ্বান করছেন৷

গত ডিসেম্বরে এই দুই সাংবাদিককে অপহরণ করেছিল জঙ্গিরা৷ তারপর থেকে তাঁরা জীবিত আছেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল৷ এদিকে, প্রকাশিত ভিডিও ফুটেজটি তিন সপ্তাহের পুরাতন বলে জানিয়েছে ফ্রান্সের টিভি থ্রি টেলিভিশন৷ তবে, তাদেরও দাবি, আটক সাংবাদিকরা সুস্থ আছেন এবং তাঁদের মুক্তির জন্য প্রয়োজনীয় দেনদরবার চলছে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়