1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে বোমা হামলা বেড়েছে ৯৪ শতাংশ

১৯ জুন ২০১০

আফগানিস্তানে দিন দিন নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে৷ জাতিসংঘের কাবুল মিশন থেকে প্রকাশিত এক প্রতিবেদনের পরে সংস্থাটির মহাসচিব বান কি মুন শনিবার এই কথা জানালেন৷ একইদিন আফগানিস্তানে বোমা হামলায় দুই পুলিশ সহ পাঁচজন৷

https://p.dw.com/p/NxR5
জাতিসংঘ মহাসচিব বান কি মুনছবি: picture-alliance/ dpa

আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি যেন কিছুতেই ভালো হচ্ছে না৷ প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শান্তি উদ্যোগ বা জির্গার পর এখন পর্যন্ত তেমন কোন ইতিবাচক ফলাফল দেখা যায়নি৷ অন্যদিকে তালেবান দমনের নামে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে৷ কিন্তু এরপরও দেশটিতে দিন দিন বোমা হামলার সংখ্যা বেড়ে চলেছে৷ শনিবার আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, গত কয়েকদিনে সেদেশের নিরাপত্তার ওপর হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে৷ জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছরের প্রথম চার মাসের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে বোমা হামলার সংখ্যা শতকরা ৯৪ ভাগ বেশি৷ বিশেষ করে এসব হামলায় হাতে তৈরি বোমা ব্যবহৃত হচ্ছে সবচেয়ে বেশি৷ চলতি বছরে এক তৃতীয়াশং বোমা হামলায় এসব হাতে তৈরি বোমা ব্যবহার করেছে জঙ্গিরা৷

Afghanistan / Tanklastwagen / Bundeswehr
রাস্তার পাশে পেতে রাখা বোমায় বিদ্ধস্ত গাড়িছবি: AP

জাতিসংঘের প্রতিবেদনের আরও জানানো হয়েছে যে একদিকে যেমন পেতে রাখা বোমা হামলার ঘটনা ঘটছে, অন্যদিকে আত্মঘাতী হামলার সংখ্যাও বাড়ছে৷ বর্তমানে প্রতি সপ্তাহে গড়ে তিনটি করে আত্মঘাতী হামলা হচ্ছে আফগানিস্তানে৷ এবং এসব হামলার ক্ষেত্রে আগের চেয়ে বেশি কৌশলী হয়েছে জঙ্গিরা৷ বোমা হামলাগুলোর লক্ষ্য দেশি ও বিদেশি সেনা এবং সরকারি কর্মকর্তারা৷ তবে সাধারণ মানুষেরও প্রাণহানি হচ্ছে এসব বোমা হামলায়৷ জাতিসংঘ জানিয়েছে চলতি বছরে বেসামরিক লোকদের ওপর হামলার সংখ্যা শতকরা ৪৫ ভাগ বেড়ে গিয়েছে৷ এসব হামলার বেশিরভাগই হচ্ছে পশতুন জনগোষ্ঠী অধ্যুষিত আফগানিস্তানের দক্ষিণ এবং দক্ষিণপূর্বাঞ্চলে৷

এদিকে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের এই প্রতিবেদন প্রকাশের দিনেও হামলার ঘটনা ঘটেছে৷ বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে দক্ষিণের উরুজগান প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে দুই পুলিশ সহ পাঁচজন নিহত হয়েছে৷ পুলিশের গাড়িটি রাস্তা দিয়ে যাওয়ার সময় দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়৷ অপরদিকে কুন্দুজ প্রদেশের গভর্নর মোহাম্মদ ওমর জানিয়েছেন, শনিবার ন্যাটো বাহিনী ১২ জন সন্দেহভাজন তালেবান জঙ্গিকে হত্যা করেছে৷ নিহতদের মধ্যে তালিবান ফিল্ড কমান্ডার মোল্লা আব্দুল রাজ্জাকও রয়েছেন বলে জানিয়েছেন গভর্নর মোহাম্মদ ওমর৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: আবদুস সাত্তার