1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, গভর্নর নিহত

৮ অক্টোবর ২০১০

আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি মসজিদে বোমা হামলায় কুন্দুস প্রদেশের গভর্নর সহ ১৫ জন নিহত হয়েছে৷ এদিকে খোশত প্রদেশে আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর হামলায় নিহত হয়েছে স্থানীয় পুলিশ বাহিনীর ছয় সদস্য৷

https://p.dw.com/p/PZUf
Bombenanschlag in Afghanistan
ছবি: picture-alliance/ dpa

কুন্দুস প্রদেশের গভর্নরের ওপর হামলা

শুক্রবার উত্তরাঞ্চলের তাখার প্রদেশের একটি মসজিদে এই বোমা হামলাটি হয়, যেখানে উপস্থিত ছিলেন কুন্দুস প্রদেশের গভর্নর মোহাম্মদ ওমর৷ বোমা হামলায় তিনি সহ মোট ১৫ জন নিহত হন, যার মধ্যে মসজিদের ইমামও রয়েছেন৷ তবে বার্তা সংস্থা ডিপিএ নিহতের সংখ্যা ১২ বলে জানিয়েছে৷ ঘটনার পর তাখার প্রদেশের পুলিশ কর্মকর্তা শাহজাহান নুরি বলেছেন, যে তারা নিশ্চিত নন এটি আত্মঘাতী বোমা হামলা কিনা৷ এই বোমা হামলার জন্য এখনও কেউ দায়িত্ব স্বীকার না করলেও এরজন্য তালেবান জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে৷ উল্লেখ্য, এর আগেও দুই বার কুন্দুস প্রদেশের গভর্নর মোহাম্মদ ওমরের ওপর হামলা চালানো হয়েছিল, তবে তিনি সে সময় প্রাণে বেঁচে গিয়েছিলেন৷ তালেবান জঙ্গিদের বিরুদ্ধে বরাবরই স্পষ্টভাষী ছিলেন মোহাম্মদ ওমর৷

ক্রমশ অস্থির উত্তরাঞ্চল

এতদিন ধরে কান্দাহার প্রদেশ সহ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান গোষ্ঠীর তৎপরতা ছিল বেশ৷ মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী তালেবান দমনে এতদিন ধরে দক্ষিণাঞ্চলেই বেশি মনোযোগ দিয়েছে৷ কিন্তু দেখা যাচ্ছে, সম্প্রতি উত্তরাঞ্চলের এলাকাগুলোতেও তালেবান গোষ্ঠীর তৎপরতা বেড়ে চলেছে৷ এদিকে শুক্রবারও তালেবান হামলায় এক ন্যাটো সেনা প্রাণ হারিয়েছে বলে জানা গেছে৷

খোশত প্রদেশে স্থানীয় পুলিশের ওপর হামলা

অন্যান্যবারের মত এটিও নাকি ‘ফ্রেন্ডলি ফায়ার'এর ঘটনা৷ তবে ঘটনা এখনও পুরোপুরি স্পষ্ট নয়৷ কাবুলে অবস্থিত আইসাফ বাহিনীর সদর দপ্তর থেকে বলা হয়েছে, সিনজাই কালাই গ্রামের কাছে একদল অস্ত্রধারী লোককে দেখতে পেয়ে আইসাফের হেলিকপ্টার তাদের ওপর গোলাবর্ষণ করে৷ তবে খোশত প্রদেশের পুলিশের বক্তব্য, নিহত ছয় জন স্থানীয় কমিউনিটি পুলিশের সদস্য৷ প্রাদেশিক পুলিশের উপপ্রধান ইউকিব খান বলেছেন, যে নিহত ছয় ব্যক্তি স্থানীয় একটি টহল দলের সদস্য হলেও তারা আফগান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট নয়৷ তবে আইসাফের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের ওপর হামলার ঘটনা তারা তদন্ত করে দেখবে৷ এদিকে পুলিশের ওপর এই হামলার ঘটনায় খোশত প্রদেশের স্থানীয় জনগণ মার্কিন বিরোধী বিক্ষোভ করেছে বলে জানা গেছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন