1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগান নারীদের দুর্দশা

১৯ ফেব্রুয়ারি ২০১০

জানুয়ারি মাসের শেষে লন্ডনে অনুষ্ঠিত হল আফগানিস্তান সম্মেলন৷ বিষয় ছিল আফগানিস্তানের নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন৷ কিন্তু মহিলাদের সমস্যা আলোচনার শীর্ষে স্থান পায়নি

https://p.dw.com/p/M5Cv
আফগান নারীদের জীবনে কোন পরিবর্তন আসেনিছবি: picture alliance/dpa

সম্মেলনে নারীদের করুণ অবস্থার প্রতি দৃষ্টি নিক্ষেপ না করায় আফগান নারীদের সমস্যাকে আর একবার অবহেলা করা হল৷

প্রশ্ন, নারী অধিকার কি দর কষাকষির বিষয় ? মোটেই তা নয়৷ লন্ডনের আফগানিস্তান সম্মেলনে তা-ই বেশ পরিস্কার করে জানিয়ে দেয় মানবাধিকার সংস্থাগুলো৷ তারা সোচ্চার হয়েছিল সেসব রাজনীতিকের সামনে যারা সেই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন৷ কিন্তু দুর্ভাগ্যবশত তালেবান শাসন পতনের ৯ বছর পরও আফগান নারীদের ভাগ্যের পরিবর্তন হয়নি৷ মেয়েদের জন্য নতুন স্কুল তৈরি করা হয়েছে ঠিকই বা পুরনো স্কুলগুলো মেরামত করা হয়েছে, নিয়োগ করা হয়েছে নতুন শিক্ষিকাদের কিন্তু কেউই খুব উৎফুল্ল নন৷ কারণ আফগান নারীদের জীবন এখনও নিরাপত্তাহীন৷ ঝুঁকিপূর্ণ জীবন যাপন করছে আফগান নারী এবং মেয়েরা৷

Flash-Galerie Afghanistan , Land und Leute
সবাই স্বাবলম্বী হতে চায়ছবি: AP

কান্দাহারের মেয়ে শাহিদা - পেশায় আইনজীবী৷ সাধারণ আফগান মহিলাদের সাহায্য করতে ব্যস্ত তিনি৷ তবে মেয়েদের সঙ্গে কথা বলতে শুধু তাঁকে বাড়ি, বাড়ি যেতে হয়৷ এ নিয়ে শাহিদা খুবই বিরক্ত৷ কেন এসব মেয়ে বাড়িতে বসে আছে ? এই বয়সে এই সময়ে তাদের ব্যস্ত থাকা উচিৎ স্কুলে, কলেজে বা কর্মস্থানে, হাসপাতালে - যেখানে নারীশক্তির প্রয়োজন৷ শাহিদা কখনও পরামর্শ দেন, কখনও সমঝোতায় সাহায্য করেন, কখনওবা শুধু নালিশ শোনেন৷

কান্দাহার এই সময়ের আফগানিস্তানে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে৷ তালেবান জঙ্গিরা এই অঞ্চলে আবারো সক্রিয় হয়ে উঠেছে৷ কিন্তু তারপরেও ৫০ বছর বয়স্কা এবং তিন সন্তানের জননী শাহিদা কোন কিছুকেই ভয় পান না৷ নির্ভয়ে কাজ করে যাচ্ছেন শাহিদা, প্রতিষ্ঠা করতে চাচ্ছেন নারী অধিকার৷ শাহিদা জানালেন, বিদেশে প্রায় প্রতিটি সংবাদপত্র বা প্রচার মাধ্যমে জানানো হয় - আফগানিস্তান এখন নিরাপদ, যে কেউ এসে এখানে কাজ করতে পারে৷ সব বাজে কথা৷ নারীদের সমস্যা আগের মতই আছে৷ সবাই দরিদ্র অথবা শারীরিকভাবে অক্ষম৷ যেমন ধরা যাক, একজন মহিলা গর্ভবতী৷ অথচ তাঁর আশেপাশে কোন ক্লিনিক বা হাসপাতাল পাওয়া যাবে না৷ অথবা আদালতে কখনোই কোন মহিলা কোন মামলায় জিততে পারবেন না৷ পুরুষের বিরুদ্ধে কোন মহিলারই জেতার কোন সম্ভাবনা নেই৷ আইনের দৃষ্টিতে তাঁর অধিকার যদি থেকেও থাকে তারপরেও কোন মহিলা জিততে পারবেন না৷

Flash-Galerie Afghanistan Land und Leute Tazi
সাধারণ জীবনের সঙ্গে মিশে গেছে ট্যাঙ্কের গর্জনছবি: AP

আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠিত৷ এবং সেই গণতন্ত্র অনুসারে মহিলারা কাজে যেতে পারেন, মেয়েরা স্কুলে যেতে পারে৷ বাস্তবে কিন্তু এর কোনটিই পুরোপুরি কার্যকর করা সম্ভব হচ্ছে না৷ এখনও প্রায় ৯০ শতাংশ আফগান নারীর আক্ষরিক জ্ঞান নেই৷ এর মূল কারণ হল বাড়িতে বাবা বা স্বামী কোন অবস্থাতেই তাদের বাড়ির বাইরে যেতে দিতে চান না৷ তারা ভয় পান যে কোন সময় যে কোন আত্মঘাতী হামলায় এরা হয়তো মারা যেতে পারে৷ বিমান হামলা বা ন্যাটোর হামলা সারাক্ষণই চলছে৷ অথবা কোন পুরুষই চাননা একজন মহিলা জ্ঞান গরিমায় তাঁর চেয়ে এগিয়ে যাক, তাঁর চেয়ে বেশি শিক্ষিত হোক৷ শাহিদা শোনালেন ভয়ঙ্কর কাহিনী৷ কান্দাহারে গত বছর প্রায় ২৫ জন মেয়ে মারা গেছে বা মেরে ফেলা হয়েছে৷ বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে বাবা বা ভাই এই হত্যাকান্ড ঘটিয়েছে৷ নির্মমভাবে তারা মেয়ে বা বোনকে জবাই করেছে৷ কারণ মেয়েটি স্কুল যেতে চেয়েছিল, পড়াশোনায় আগ্রহ দেখিয়েছিল, স্বাবলম্বী হতে চেয়েছিল৷

Kufa Frauen Kinder Waisenhaus Kabul Afghanistan
আফগান মেয়েরা পড়াশোনা করতে চায়, শিক্ষিত হতে চায়ছবি: DW

এসব মৃত্যুর ঘটনাগুলো পুলিশকে জানানো হয় না৷ হলেও পুলিশ না শোনার বা জানার ভান করে৷ কিন্তু যদি দেখা যায় যে বা যারা মেয়েটির হত্যাকান্ডের জন্য দায়ী এবং তারা তালেবান গোষ্ঠীর তাহলে তো কথাই নেই৷ ধরেই নেয়া হয় - মেয়েটি নিশ্চয়ই ভালো কোন মেয়ে না৷ প্রচলিত ধারণা অনুযায়ী একটি ভাল-ভদ্র মেয়েকে কখনোই মেরে ফেলার পরিকল্পনা করা হয় না৷

সারা দেশে নিরাপত্তার আরো অবনতি হয়েছে৷ নারী অধিকারের কোন ধারণাই কারো মধ্যে নেই৷ বিদেশি সেনার উপস্থিতির কারণে নিরাপত্তা বাড়েনি বলেই মনে করেন শাহেদা৷ আক্ষেপের সঙ্গে তিনি বললেন, একদিকে তালেবান, যারা সারাক্ষণই অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করছে৷ আরেকদিকে ন্যাটো ও আইসাফ বাহিনী এবং এরপরে আফগান সরকার৷ আমরা অসহায় মহিলারা একেবারে মধ্যে - আটকে রয়েছি৷ কোন সমস্যা হলে কার কাছে যেতে হবে, কার সঙ্গে কথা বলতে হবে, কে আমাদের সমস্যা বুঝবে এর কোনটিই আমরা বুঝে উঠতে পারি না৷ তাই আমরা ঘরে বসে থাকি, নিজেদের আটকে রাখি কারণ সেটাই সবচেয়ে বেশি নিরাপদ৷

প্রতিবেদক: মারিনা জোয়ারদার

সম্পাদক: আবদুস সাত্তার