1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফ্রিকাতে বাণিজ্য বাড়াতে চায় ভারত

২৬ ফেব্রুয়ারি ২০১১

আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক ও আথির্ক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো৷ সেই প্রতিযোগিতায় এখন জোরেশোরে নেমেছে চীন এবং সম্প্রতি ভারত৷

https://p.dw.com/p/10Pyb
ছবি: picture-alliance/ dpa

বাণিজ্য খাতে আফ্রিকাকে একটি সম্ভাবনাময়ী জায়গা হিসেবে দেখছে চীন এবং ভারতের ব্যবসায়ীরা৷

সম্প্রতি ভারতের জায়ান্ট মোবাইল ফোন কোম্পানি এয়ারটেল কিনে নিয়েছে কুয়েতের জাইনকে৷ আফ্রিকার মোট ১৬টি দেশে মোবাইল ফোন ব্যবসা চালাতো কুয়েতের জাইন৷ কিন্তু তাদের জায়গায় এখন নতুন করে বাজারে প্রবেশ করলো ভারতের এয়ারটেল৷ এজন্য তাদের খরচ করতে হয়েছে ১০ বিলিয়ন ডলার৷ মূলত গত কয়েক বছর ধরে চীনের পাশাপাশি ভারতীয় বানিজ্যের এই আগ্রাসন দেখা যাচ্ছে আফ্রিকার দেশগুলোতে৷

আফ্রিকার সঙ্গে বাণিজ্য বাড়াতে গত ২০০৮ সালে নতুন দিল্লীতে অনুষ্ঠিত হয় সর্বপ্রথম ইন্দো-আফ্রিকা আন্তর্জাতিক সম্মেলন৷ প্রতি তিন বছর পরপর এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেই হিসেবে চলতি বছর দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়৷ পর্যবেক্ষকদের মতে, আফ্রিকার বাজারে চীনকে টেক্কা দিতে এখন ভারত দুই পক্ষের মধ্যে সম্পর্ক বাড়াতে উদ্যোগ নিয়েছে৷ তবে দুই দেশের বিনিয়োগের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে বলে মনে করা হয়৷ যেমন, চীনের বিনিয়োগের প্রায় পুরোটাই আর্থিক৷ এমনকি টাকার অংকে তারা যুক্তরাষ্ট্রকেও পেছনে ফেলে দিয়েছে৷ অন্যদিকে ভারতের কোম্পানিগুলো আর্থিক বিনিয়োগের পাশাপাশি সেবা খাতগুলোতেও নিজেদের জায়গা করে নেওয়ার চেষ্টা করছে৷

তবে এখন পর্যন্ত ভারত চীনের তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে বলা চলে৷ যেমনটি আফ্রিকার সঙ্গে চীনের বাণিজ্য সম্পর্কের ইতিহাসের দিক থেকে৷ এখন পর্যন্ত ইন্দো-আফ্রিকা সম্মেলন হয়েছে একবার, অন্যদিকে চীনের সঙ্গে ইতিমধ্যেই চারবার এই ধরণের সম্মেলন করেছে আফ্রিকার দেশগুলো৷ এছাড়া আফ্রিকাতে ভারতের বিনিয়োগ এখন পর্যন্ত প্রায় ৩০ বিলিয়ন ডলার, অন্যদিকে চীনের বিনিয়োগের পরিমাণ প্রায় ৫৬ বিলিয়ন ডলার৷ চীন ইতিমধ্যে সুদান, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, নাইজেরিয়া এবং চাদের জ্বালানি খাতে ব্যাপক অর্থ বিনিয়োগ করেছে৷ এই ক্ষেত্রে এখনও ভারতকে অনেকটা পথ পাড়ি দিতে হবে চীনকে টেক্কা দেওয়ার জন্য৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক