1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফ্রিকার চার শীর্ষ নেতা বাগবোর সঙ্গে দেখা করলেন

৪ জানুয়ারি ২০১১

আইভরি কোস্টে লঁরা বাগবোর সঙ্গে আবারও বৈঠক করলেন আফ্রিকার শীর্ষ চার নেতা৷ তাদের আলোচনা কেমন হলো সেটা জানা যাবে আজ মঙ্গলবার৷

https://p.dw.com/p/ztCw
বাগবো: আমিই প্রেসিডেন্টছবি: AP

শীর্ষনেতা কারা

প্রথমবারের আলোচনায় থাকা তিনজন, মানে বেনিন, সিয়েরা লিওন ও কেপ ভের্ডের প্রেসিডেন্টদের সঙ্গে ছিলেন কেনিয়ার প্রধানমন্ত্রী রায়েলা ওদেঙ্গা৷ এর মধ্যে তিন প্রেসিডেন্ট গেছেন পশ্চিম আফ্রিকার দেশগুলোর সংগঠন ইকোওয়াসের প্রতিনিধি হিসেবে৷ আর কেনিয়ার প্রধানমন্ত্রী গেছেন আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি হিসেবে৷ তাঁরা বাগবোর সঙ্গে কোনো ধরনের আপোস করতে নয় বরং তিনি কীভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেন সেটাই আলোচনা করেছেন, বলে জানান সিয়েরা লিওনের তথ্যমন্ত্রী ইব্রাহিম বেন কারবো৷ এদিকে আলোচনাকে ফলপ্রসু বলেছেন কেনিয়ার প্রধানমন্ত্রী৷ আর সিয়েরা লিওনের প্রেসিডেন্ট বলছেন আরেক দফা আলোচনা হবে৷ কিন্তু আলাসানে ওয়াতারা পরিষ্কার বলে দিয়েছেন আলোচনা শেষ এবং বাগবোকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে৷

পরিস্থিতি কোন দিকে যাচ্ছে

সেটা বোঝা যাবে আজ মঙ্গলবার৷ কারণ ইকোওয়াসের বর্তমান চেয়ারম্যান ও নাইজিরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন বলেছেন মঙ্গলবারের মধ্যেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন তারা৷ এদিকে বাগবো ক্ষমতা না ছাড়লে সামরিক শক্তি প্রয়োগের যে হুমকি ইকোওয়াস দিয়েছে সেটা বাস্তবায়ন করতে পশ্চিম আফ্রিকার দেশগুলোর শীর্ষ সামরিক নেতারা গত সপ্তাহে একদফা আলোচনা করেছেন বলে খবর পাওয়া গেছে৷ তাদের পরবর্তী বৈঠকটি হওয়ার কথা এ মাসেরই ১৭ তারিখে৷

এদিকে বাগবো চাইলে অ্যামেরিকায় থাকতে পারবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা৷ তিনি বলেন, বাগবো ক্ষমতা ছেড়েছেন, এটা দেখতে চায় যুক্তরাষ্ট্র৷ এরপর যদি তিনি যুক্তরাষ্ট্রে বাস করতে চান, তাহলে সেই সুযোগও তাঁকে দেয়া যেতে পারে, এমন আভাসই দিলেন ঐ কর্মকর্তা৷ তবে তিনি এও বলেছেন যে, এই সুযোগ নেয়ার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে৷ বাগবোকেও এই সুযোগের কথা জানানো হয়েছে বলে জানান৷ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বাগবোর অনেক আত্মীয় স্বজন থাকেন৷

আলাসানে ওয়াতারা এখন একটি পাঁচতারা হোটেলে বসে সরকার পরিচালনা করছেন৷ আর তাঁর নিরাপত্তার দায়িত্বে আছেন জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর প্রায় ৮০০ সদস্য৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা