1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আফ্রিকার জননী'’ মিরিয়াম মাকেবা

১১ নভেম্বর ২০১০

দু' বছর আগে দশ নভেম্বর প্রয়াত হন বর্ণবৈষম্যবাদ বিরোধী গায়িকা মিরিয়াম মাকেবা৷ দক্ষিণ আফ্রিকার এই সংগ্রামী নারীকে আফ্রিকা মহাদেশের মানুষ ভালবেসে ডাকতেন ‘মামা আফ্রিকা’ অর্থাৎ ‘আফ্রিকার জননী’ বলে৷

https://p.dw.com/p/Q5mP
মিরিয়াম মাকেবা

মিরিয়াম মাকেবা তাঁর সংগীতের মাধ্যমে সারা জীবন বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন৷ গেয়েছেন স্বাধীনতা, ন্যায়বিচার, শান্তি ও সম্প্রীতির গান৷ তাঁর মাতৃভূমি দক্ষিণ আফ্রিকায় তখনকার বর্ণবৈষম্যবাদী শাসকদের বিরুদ্ধে সবসময় উচ্চকন্ঠ ছিলেন মিরিয়াম মাকেবা৷

মিরিয়াম মাকেবার জন্ম ১৯৩২ সালের চার মার্চ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে৷একেবারে অল্প বয়স থেকেই সংগীতের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ৷ স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে কোরাস সংগীতে অংশ নেন৷ পঞ্চাশ দশকে জ্যাজ সংগীত শিল্পী হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি৷ ১৯৫৯ সালে বর্ণবৈষম্য বিরোধী একটি প্রামাণ্যচিত্র ‘কাম ব্যাক আফ্রিকা'য় অংশ গ্রহণের ফলে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসকগোষ্ঠীর রোষের কবলে পড়েন মিরিয়াম মাকেবা৷ নির্বাসনে যেতে হয় তাঁকে৷ ষাটের দশকে তাঁর হিট গান ‘পাটা পাটা' তাকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷ ঐ প্রথম একজন আফ্রিকান সংগীত শিল্পীর গান অ্যামেরিকার হিট গানের তালিকায় প্রথম দশটি গানের মধ্যে স্থান পায়৷

Miriam Makeba
সুইজারল্যান্ডে মঞ্চে মিরিয়াম মাকেবাছবি: AP

‘পাটা পাটা' গানটি তাঁকে বিশ্বখ্যাতি এনে দিলেও এ ধরনের চটুল গানের প্রতি তাঁর আগ্রহ ছিল খুব কম৷ বরং নিপীড়িত মানুষের পক্ষে, বর্ণবৈষম্যের বিরুদ্ধে গান গাইতেই ভালবাসতেন তিনি৷

অ্যামেরিকায় হ্যারি বেলাফন্টে, জেমস ব্রাউন, পল সাইমন ও আরো বহু খ্যাতিমান সংগীত শিল্পীর সাথে অনুষ্ঠান করেছেন তিনি৷ গ্র্যামি পুরস্কার সহ আরো বহু সম্মাননায় ভুষিত হয়েছেন এই খ্যাতনামা সংগীত শিল্পী৷ বর্ণবাদবিরোধী সংগীতের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন প্রতিবাদী আন্দোলনের প্রতীক৷

১৯৯০ সালে নেলসন ম্যান্ডেলার অনুরোধে পরে মুক্ত স্বদেশে ফিরে আসেন মিরিয়াম মাকেবা৷ দু'হাজার আট সালের দশ নভেম্বর প্রিয় স্বদেশভুমি দক্ষিণ আফ্রিকা থেকে বহু দূরে দক্ষিণ ইটালির এক ক্লিনিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন এই স্বনামধন্যা ব্যক্তিত্ব, ‘আফ্রিকার জননী’৷ তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর৷ মৃত্যুর আগের দিনও তিনি সতেজ, স্বতঃস্ফূর্ত কণ্ঠে গান গাইছিলেন ইটালিতে মাফিয়া বিরোধী একটি কনসার্টে৷

প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক