1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশু আত্মঘাতী বোমা হামলাকারী

১৭ এপ্রিল ২০১৬

নাইজেরিয়া, ক্যামেরুন ও চাদে শিশু আত্মঘাতী বোমা হামলাকারী ১১ গুণ বেড়েছে বলে জানিয়েছে ইউনিসেফ৷ জাতিসংঘের শিশু বিষয়ক এই সংস্থার মতে, ইসলামি জঙ্গি সংগঠনগুলো ভুল বুঝিয়ে আত্মহনন ও ধ্বংসের পথে টেনে নিচ্ছে শিশুদের৷

https://p.dw.com/p/1IV2m
আলেপ্পো বিমান অভিযান 15.12.2013
ছবি: Reuters

ইউনিসেফ-এর প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকার ঐ তিন দেশে ২০১৪ সালে যেখানে মাত্র চারজন শিশু আত্মঘাতী বোমা হামলাকারী ছিল, ২০১৫ সালে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৪৪৷ ইউনিসেফ-এর পশ্চিম ও মধ্য আফ্রিকা অঞ্চলের পরিচালক মানুয়েল ফন্টেইন এক সংবাদ সম্মেলনে জানান, শিশুদের ভুল বুঝিয়ে অথবা জোর করে আত্মঘাতী বোমা হামলাকারী বানানো হচ্ছে৷

ইউনিসেফ-এর প্রতিবেদন বলছে, ২০১৫ সালে যে ৪৪ জন শিশু আত্মঘাতী বোমা হামলায় অংশ নিয়েছে তাদের মধ্যে ২১ জন নাইজেরিয়ার, ২১ জন ক্যামেরুনের এবং বাকি ২ জন চাদের৷ মোট ৪০টি হামলায় অংশ নিয়েছে এই ৪৪ জন শিশু৷ আত্মঘাতী বোমা হামলায় অংশ নেয়া শিশুদের শতকরা ৭৫ ভাগ মেয়ে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়৷

এমনিতে নাইজেরিয়া, ক্যামেরুন এবং চাদে সন্ত্রাসী হামলা ব্যাপক হারে বেড়েছে৷ ২০১৪ সালে এই তিন দেশে মোট ৩২টি হামলা হয়েছিল, সেখানে ২০১৫ সালে হয়েছে ১৫১টি৷

নাইজেরিয়া, ক্যামেরুন এবং চাদে বোকো হারাম খুব শক্তিশালী৷ ইসলামি জঙ্গি সংগঠনটি সে অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে৷ ইউনিসেফ অবশ্য এ জন্য সরকারগুলোর জঙ্গিবাদবিরোধী তৎপরতার অভাবকেও দায়ী করেছে৷

দু'বছর আগে নাইজেরিয়ার এক স্কুল থেকে ২০০ অমুসলিম কিশোরীকে অপহরণ করে বোকো হারাম৷ তাদের উদ্ধারে এখনো প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ার জন্য নাইজেরিয়া সরকারের কঠোর সমালোচনা করেছে ইউনিসেফ৷

এসিবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য