1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবদুল হামিদকে প্রণব মুখার্জির উপহার

২৩ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের ভারত সফরে তাঁকে একাত্তরের স্মৃতি, কিছু ঐতিহাসিক দলিল উপহার দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়৷ ছয়দিনের সফর শেষে প্রেসিডেন্ট হামিদের মঙ্গলবার দেশে ফেরার কথা৷

https://p.dw.com/p/1E8lh
Abdul Hamid
ছবি: imago/Xinhua

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সরকারি বেতার ও টেলিভিশন– আকাশবাণী ও দূরদর্শন – এই দুটি মাধ্যমে প্রচারিত বিভিন্ন বক্তব্য, খবর ও সাক্ষাৎকারের দুটি সিডি উপহার দিয়েছেন প্রণব মুখার্জি৷

শুক্রবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে আবদুল হামিদকে স্বাগত জানান ভারতের রাষ্ট্রপ্রধান৷ সেই সময় হামিদের হাতে সিডি দুটি তুলে দেয়া হয় বলে জানিয়েছে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো৷

এ প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়া জানায়, প্রণব মুখার্জির অনুরোধে অল ইন্ডিয়া রেডিও একাত্তর ও পরবর্তী সময়ে দেয়া শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভাষণ, বিবৃতি, সাক্ষাৎকার ইত্যাদি সিডিতে ধারণ করে৷ এছাড়া ভারতের লোকসভার বিবৃতি, আকাশবাণী কলকাতায় প্রচারিত ‘সংবাদ বিচিত্রা' অনুষ্ঠান ও অন্যান্য সংবাদ – এ সবও রয়েছে সিডিতে৷

ভারতীয় কর্মকর্তারা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আকাশবাণী, কলকাতা গুরুত্বপর্ণ ভূমিকা পালন করে৷ সে সময় প্রচারিত অনেক অনুষ্ঠান স্থায়ীভাবে সংরক্ষণ করা না থাকলেও বেশ কিছু ‘টেপ' উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তাঁরা৷

Indira Gandhi Indien Ex-Premierministerin Archibild 1971
মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীছবি: picture-alliance/united archives

টাইমস অফ ইন্ডিয়া তাদের সংবাদটি টুইটারে প্রকাশ করলে ঢাকার মানবসম্পদ বিষয়ক পেশাজীবী তুষার কান্তি ঘোষ বাংলাদেশকে ভারতের দেয়া এই উপহারের প্রশংসা করেন৷

এদিকে, ভারত সফরের শেষ পর্যায়ে সোমবার কলকাতা পৌঁছেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ৷ এনডিটিভি-র খবর অনুযায়ী, মঙ্গলবার তিনি শান্তিনিকেতনে যাবেন৷ এরপর কলকাতায় ফিরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন৷

এর আগে রবিবার জয়পুর পৌঁছালে বাংলাদেশের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়৷ সেখান থেকে তিনি আজমির শরিফে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যান৷

জেডএইচ/ডিজি (টাইমস অফ ইন্ডিয়া)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য