1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারও পাকিস্তানি দলে ফিরে এলেন মিয়াদাদ

৯ ডিসেম্বর ২০১০

আগামী বছরের ক্রিকেট বিশ্বকাপের আগে পাকিস্তানি দলকে শানিয়ে নিতে মাঠে নামলেন জাভেদ মিয়াদাদ৷ ক্রিকেটারদের ব্যাটিং এবং ফিল্ডিং প্রশিক্ষক হিসেবে কাজ করার প্রস্তাব গ্রহণ করেছেন এই সাবেক অধিনায়ক এবং টপ ব্যাটসম্যান৷

https://p.dw.com/p/QTlL
পাকিস্তানি, মিয়াদাদ, ক্রিকেট, বিশ্বকাপ, পাকিস্তান দল, মাঠে, জাভেদ, Javed, Miandad, Cricket, Sports, Pakistan, Field, Trainer
জাভেদ মিয়াদাদছবি: AP

চলতি মাসের শেষে নিউজিল্যান্ড সফর রয়েছে পাকিস্তানি ক্রিকেট দলের৷ আর তারপর বিশ্বকাপ ক্রিকেটের আসর৷ তার আগে লাহোরের প্রশিক্ষণ শিবিরে উত্তরসূরিদের শানিয়ে নিতে বুধবার প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন মিয়াদাদ৷ সাফল্যময় ক্রিকেট জীবনে পাকিস্তানের হয়ে সাড়ে তিনশরও বেশি টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মিয়াদাদ৷

বুধবার লাহোরে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘ক্রিকেট জগতে আবারো ফিরে আসাটা এক চমৎকার অনুভূতি৷ প্রশিক্ষকের দায়িত্ব পালনের প্রতি আমার সবসময়ই একটি প্রবল অনুরাগ রয়েছে৷ যাহোক আমি আমাদের খেলোয়াড়দের সহযোগিতা করতে পারবো বলে মনে করি৷ আর সেজন্য আমি সবসময় তৈরি৷'' তিনি আরো বলেন, ‘‘এখন মূল বিষয়টি হচ্ছে তাদের একটু ধার দেওয়া এবং কঠিন পরিস্থিতি ও মুহূর্তগুলোর জন্য মানসিকভাবে তৈরি করা৷ তাদের এব্যাপারে যথেষ্ট প্রতিভা রয়েছে৷''

পাকিস্তান ক্রিকেট বোর্ডের মহাপরিচালকের দায়িত্বেও রয়েছেন এই ক্রিকেট কিংবদন্তি৷ এর আগে তিনবার জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি৷ তবে প্রতিবারই বাগবিতণ্ডার মুখে হয় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কিংবা পদ থেকে সরে যেতে বলা হয়েছে তাঁকে৷ সর্বশেষ ২০০৪ সালে পাকিস্তান দলের কোচ ছিলেন মিয়াদাদ৷ কিন্তু সেসময় হোম সিরিজে ভারতের কাছে দলের পরাজয়ের পর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে বলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড৷ তবে বোর্ডের প্রস্তাবে আবারো ফিরে এলেন প্রশিক্ষকের পদে৷

এছাড়া নিউজিল্যান্ড সফরে দলকে সঙ্গ দেওয়ার জন্যও মিয়াদাদকে অনুরোধ জানিয়েছে পিসিবি৷ নিউজিল্যান্ড সফরে তিনটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ, দু'টি টেস্ট এবং ছয়টি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে পাকিস্তানের৷ এরপরই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বাংলাদেশ. ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আসরে লড়তে হবে তাদের৷

দলের ব্যবস্থাপক ইন্তিখাব আলম বলেন, মিয়াদাদের উপস্থিতি খেলোয়াড়দের মাঝে একটি অন্যরকম প্রভাবকের কাজ করবে৷ তবে প্রধান কোচ হিসেবে মিয়াদাদের সাথে থাকছেন পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ওয়াকার ইউনুস৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম