1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো সোনা এলো বাংলাদেশের ঝোলায়

৪ ফেব্রুয়ারি ২০১০

বৃহস্পতিবার একাদশ সাউথ এশিয়ান গেমস-এ আবারও ভারতকে টপকে গেল বাংলাদেশ৷ অর্থাৎ, এই নিয়ে পাঁচটি সোনা জিতলো স্বাগতিকরা৷ তাই বাংলাদেশের পরেই স্থান করে নিতে হলো ভারতকে৷ আর রূপো পেল শ্রীলংকা৷

https://p.dw.com/p/Lsyk
ছবি: AP

গল্ফ-এর দলগত ইভেন্টে এই সোনা এনে দিলেন জামাল হোসেন মোল্লা, দুলাল হোসেন, শওকত হোসেন সোহেল এবং জাকিরুজ্জামান৷ মোট ৩৬টি হোলের খেলায়, ৪২২ স্কোর করে তাঁদের পয়েন্ট দশ৷ অন্যদিকে, ভারতের আসবির সিং সাইনি, চিক্কারাঙ্গাপ্পা সেনাপা, রশিদ খান ও রাহুল বাজাজ করে ৪৩৫ স্কোর, আর পয়েন্ট পায় তিন৷

তৃতীয় স্থানে শ্রীলঙ্কার মিথুন পেরেরা, প্রাবাগরন কান্দাসমি, চন্দ্রদাস এবং বিজিতা বন্দরা রানারথানা'র স্কোর ৪৪৭ স্কোর, পয়েন্ট ১৫৷

উল্লেখ্য, শুটিংয়ে অর্থাৎ পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে সোনা জেতেন আসিফ হোসেন খান, আবদুল্লাহ হেল বাকি এবং শোভন চৌধুরী৷ তবে মেয়েরাও বাদ পড়ে না৷

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত এবং দলগতভাবে সোনা জেতে বাংলাদেশ৷ স্বর্ণজয়ী সেই বাংলাদেশ দলের সদস্যরা ছিলেন শারমিন আক্তার, সৈয়দা সাদিয়া সুলতানা এবং তৃপ্তি দত্ত৷ আর তার আগে, ভারত্তোলনে প্রথম সোনা জেতেন হামিদুল ইসলাম৷

গল্ফ-এর ব্যক্তিগত ইভেন্টের লড়াই শুক্রবার, অর্থাৎ আগামীকাল৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক