1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আবার উঠে দাঁড়াও’

৫ মার্চ ২০১৪

মঙ্গলবার এশিয়া কাপে পাকিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল৷ ৩২৬ রানের পাহাড় গড়েও টাইগারদের জিততে না পারাটা ভীষণ হতাশ করেছে এ দেশের ক্রিকেট প্রেমীদের৷ সেই হতাশা আর বেদনার ছাপ ফুটে উঠেছে ব্লগেও৷

https://p.dw.com/p/1BKTY
Cricket Afghanistan vs Bangladesch 01.03.2014
ছবি: Reuters

দেওয়ান কামরুল হাসান রথি সামহয়্যার ইন ব্লগে লিখেছেন, ‘‘আমাদের দৈনন্দিন জীবনে ক্রিকেট দলের জয়-পরাজয়ে অনেক প্রভাব ফেলে৷ আমরা লাখ লাখ বাংলাদেশি প্রতিজ্ঞা করি আর খেলা দেখবো না৷ তারপরও যখন খেলা শুরু হয় তখন ঠিকই টিভির সামনে বসে পড়ি৷ আমরা শেষ বল পর্যন্ত ভরসা হারাই না৷ এই একটা খেলা আছে যা আমাদের মনকে ভালো করে দেয়, কাজে স্পৃহা আনে৷'' জাতীয় দলের প্রতি তিনি একটি আবেদনও জানিয়েছেন৷ লিখেছেন, ‘‘সামনে বিশ্বকাপ আসছে৷ দয়া করে ফিল্ডিং-এ মনোযোগ দিন এবং আবার সরূপে ফিরে আসুন৷ সামনের টি ২০ বিশ্বকাপে আমরা এক নতুন টাইগার দের দেখতে চাই৷''

নিঝু আহমেদ লিখেছেন, বাংলাদেশ দল হারলেও মৃত্যুর আগ পর্যন্ত তাদের সমর্থন দিয়ে যাবেন তিনি৷ তাঁর কথায়, ‘‘তোরা যত পারিস হার৷ আমি তোদের সাপোর্ট দিয়েই যাবো৷ বাংলাদেশের খেলা আজ থেকে দেখি না৷ বস্তুত আমাকে বাংলাদেশের হার দেখতে দেখতেই বড় হতে হয়েছে৷ একটা সময় ছিল যখন খেলার আগে দোয়া করতাম আল্লাহ আজ যেন ২০০ রান করতে পারি৷ মনে আছে, ভাস প্রথম ওভারের প্রথম তিন বলে হ্যাটট্রিক করে ফেলার পরের বলে চার মারার খুশিতে হাত থেকে কাচের গ্লাস পড়ে ভেঙে গিয়েছিল৷ তখন যদি আস্থা রাখতে তবে এখন কেনো নয়? গো অন টাইগার্স৷ প্রত্যেকটা ম্যাচেই আমরা তোমাদের সাথে আছি৷''

একই ব্লগে মঞ্জুর চৌধুরীর পরামর্শ, ‘‘পাকিস্তানের সাথে আরও কয়েকটা খেলা আমাদের মাটিতে হওয়া উচিত৷'' তিনি লিখেছেন, ‘‘দেশের কোনো বোলারকে দোষ দিয়ে লাভ নেই৷ তাঁরা তাঁদের সাধ্যমত চেষ্টা করেছেন৷ আমরা আবারও পাকিস্তানের সাথে জিতি জিতি করেও হেরে গেলাম৷ প্রায় ১৫ বছর হয়ে গেল, ওদের আমরা হারাতেই পারছি না! পাকিস্তানের সাথে আরও কয়েকটা খেলা আমাদের মাটিতে হওয়া উচিত৷ ১৫ বছরের খরা দ্রুত কাটানো উচিত৷''

আমার ব্লগে আরিফুল ইসলাম লিখেছেন, ‘‘ম্যাচ শেষে ছেলে-মেয়ে গুলো এভাবে কাঁদছে কেন? দেশের জন্য ছেলে-মেয়েগুলোর ভালোবাসা দেখে আমারও চোখ জ্বালা করছিল৷'' লিখেছেন, ‘‘তোমরাই বাংলাদেশ৷ জাতিকে একসাথে কাদাঁবার জন্যই টাইগাররা হারে৷''

টাইগারদের অনুপ্রেরণা জানাতে ব্লগে একটি কবিতা লিখেছেন রায়ান ঋদ্ধ৷ শিরোনাম ‘গর্জে ওঠো একাদশ!'

তোমাদের সূর্যের মতো জ্বলতে দেখেছি,

তোমাদের চোখে বৃষ্টি ঝরতে দেখেছি...

সেরাদের শীর্ষে লেখা হয়েছে তোমাদের নাম,

সারা পৃথিবীতে তোমরাই উড়িয়েছ বাংলার বিজয় নিশান৷

আমরা আছি, তোমাদের সেই মাঠে,

তোমরা আছো, আমাদের হৃদয়ে!

আবার উঠে দাঁড়াও, হুংকার দাও

ওড়াও পতাকা গৌরবের৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য