1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার পরাজয়ের মুখ দেখলো শালকে

১৫ সেপ্টেম্বর ২০১০

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের দুটি ম্যাচে জার্মানির দুই ফুটবল ক্লাব তেমন ভালো খেলা দেখাতে পারলো না৷ শালকের পরাজয় ও ভ্যার্ডার ব্রেমেনের ড্র নিয়েই জার্মান ফুটবলপ্রেমীদের সন্তুষ্ট থাকতে হয়েছে৷

https://p.dw.com/p/PCCZ
শালকের উত্তেজিত কোচ ফেলিক্স মাগাটছবি: AP

১০ জন খেলোয়াড় নিয়ে খেলে শেষ পর্যন্ত অলিম্পিক লিয়ঁ'র কাছে ০:১ গোলে হেরে গেল শালকে৷ গ্রুপ পর্যায়ের প্রথম এই ম্যাচে ৩৮ মিনিটের মাথায় বেনেডিক্ট হ্যোভেডেস'কে রেফারি লাল কার্ড দেখান৷ কোচ ফেলিক্স মাগাট'এর মতে, রেফারি বাড়াবাড়ি করেছেন৷ মোটকথা শালকের ধারাবাহিক পরাজয়ের প্রবণতা এখনো কাটছে না৷ শনিবার বুন্ডেসলিগার ম্যাচে শালকের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড৷ তারপর ২৯শে সেপ্টেম্বর বেনফিকা লিসবনের সঙ্গে ম্যাচ৷ এই অবস্থায় শালকের উপর পরাজয়ের গ্লানি কাটিয়ে তোলার জন্য চাপ আরও বেড়ে গেল৷

Fußball Champions League Bremen Tottenham
দ্বিতীয় গোল দিয়ে উচ্ছ্বসিত ব্রেমেনের মার্কো মারিনছবি: AP

অপর ম্যাচে ভ্যার্ডার ব্রেমেন'এর অবস্থা শুরুতে বেশ সংকটজনক হলেও শেষ পর্যন্ত ২:২ গোলে ড্র করে মান বাঁচাতে পেরেছে জার্মানির এই ক্লাব৷ টটেনহ্যাম হটস্পার'এর বিরুদ্ধে ম্যাচে ০:২ গোলে পিছিয়ে পড়েছিল ভ্যার্ডার৷ তার মধ্যে আবার একটি সেম-সাইড গোল করে বসেন ভ্যার্ডার'এরই খেলোয়াড় পেত্রি পাসানেন৷ কোচ টোমাস শাফ টিমের খেলা দেখে বিরক্ত৷ তাঁর মতে, গোটা ম্যাচ জুড়ে তাঁর ছেলেরা শুধু প্রতিক্রিয়া দেখিয়ে গেছে – নিজেরা সক্রিয় হতে পারে নি৷ তবে ভ্যার্ডার এই ম্যাচে একটি পয়েন্ট অর্জন করতে পেরেছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম