1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার রাতে চালু হলো মোবাইল নেটওয়ার্ক

১৪ জানুয়ারি ২০১১

প্রায় আট মাস পর আবারো রাতভর মোবাইল নেটওয়ার্ক পাচ্ছে কুন্দুসের মানুষ৷ ঐ অঞ্চল তালেবান গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ায় আবারো মানুষ পেতে শুরু করেছে স্বাধীনভাবে কথা বলার স্বাদ৷

https://p.dw.com/p/zxTG
Afghanistan, mobile,
মোবাইল নেটওয়ার্ক পাচ্ছে কুন্দুসের মানুষছবি: AP

প্রায় আট মাস আগের কথা৷ তালেবান জঙ্গিরা ঐ অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার পর মোবাইল সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আদেশ দেয় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নেটওয়ার্ক বন্ধ রাখার৷ এমনকি এই নির্দেশ না মানলে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার ধ্বংস করে দেওয়ারও হুমকি দেয় জঙ্গিরা৷ ফলে তাদের আদেশ মেনে রাতের বেলা নেটওয়ার্ক বন্ধ রাখতে বাধ্য হয় চারটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান৷ এর পেছনে কারণ ছিল মূলত গ্রামবাসী যেন তালেবান জঙ্গিদের অবস্থান সম্পর্কে সরকারি বাহিনীর কাছে তথ্য দিতে না পারে৷

সেই থেকে প্রাদেশিক রাজধানী কুন্দুস এবং এর আশপাশের মানুষগুলো বঞ্চিত হচ্ছিল রাতের বেলা মোবাইল ফোনে কথা বলার সুযোগ থেকে৷ এছাড়া প্রায় তিন বছর ধরে ঐ অঞ্চলে সক্রিয় থাকা জঙ্গিরা স্থানীয় মানুষদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করতো বলেও খবরে প্রকাশ৷ তবে সম্প্রতি আফগান ও আন্তর্জাতিক বাহিনীর অভিযানে ঐ অঞ্চল থেকে তালেবান জঙ্গিরা বিতাড়িত হয়৷ প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল রহমান সায়েদখেলি জানান, কুন্দুসের নিকটবর্তী গোরটাপা এবং চরদারা এলাকা থেকে অভিযান চালানোর ফলে সরকারি ও আন্তর্জাতিক বাহিনী সহজেই তালেবান জঙ্গিদের পরাস্ত করতে সক্ষম হয়৷ ফলে পাকিস্তানি, চেচনীয়, উজবেক এবং স্থানীয় তালেবান জঙ্গিদের প্রায় ১০০ জন সদস্য ঐ অঞ্চল ছেড়ে পালিয়ে যায়৷ আর এরপরই স্থানীয় প্রশাসন এ মাসের শুরুতে আবারো রাতের বেলা মোবাইল সংযোগ চালু রাখার নির্দেশ দেন৷

Mobilfunkmesse in Barcelona Flash-Galerie
আবারো চালু হয়েছে ২৪ ঘণ্টা মোবাইল সংযোগ সুবিধাছবি: AP

তাই আবারো চালু হয়েছে ২৪ ঘণ্টা মোবাইল সংযোগ সুবিধা৷ ঐ অঞ্চলে শীর্ষ মোবাইল সেবা দাতা প্রতিষ্ঠান রোশান-এর এক কর্মকর্তা জানালেন, ‘‘আমাদের কর্মী এবং স্থাপনার উপর জঙ্গি হামলা থেকে বাঁচতেই তাদের নির্দেশ মতো রাতের বেলা মোবাইল সংযোগ বিচ্ছিন্ন রাখতে বাধ্য হই৷ তবে এখন সেই হুমকি নেই বলেই আবারো সার্বক্ষণিক সংযোগ চালু করা হয়েছে৷'' এছাড়া তালেবান জঙ্গিরা ঐ অঞ্চল ছেড়ে যাওয়ার পর সেখানকার মানুষ আবারো ধীরে ধীরে তাদের টেলিভিশনের অ্যান্টেনাগুলো বাড়ির ছাদে স্থাপন করছে৷ আবারো স্বাধীনভাবে রেডিও শোনা শুরু করেছে বলে জানালেন গোরটাপার বাসিন্দা গুল আহমেদ৷ শুধু তা-ই নয়, জঙ্গিদের হস্তক্ষেপে বন্ধ হয়েছিল সুর-সংগীতের চর্চা ও সম্প্রচার৷ তবে এখন সেগুলোও শুরু হয়েছে কুন্দুস অঞ্চলে৷ বেড়েছে বাজারে কেনা-বেচার হার এবং একইসাথে চাঙ্গা হচ্ছে ঐ অঞ্চলের অর্থনীতিও৷

তবে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার ঘটনা শুধু কুন্দুসেই নয়, বরং এখনও রাতে মোবাইলে কথা বলতে পারেন না পূর্ব এবং দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলার মানুষ৷ এমনকি কোন প্রতিষ্ঠান তালেবানের এই আদেশ অমান্য করলে সেই প্রতিষ্ঠানের কর্মীদের খুন করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে তাদের স্থাপনা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন