1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার সামরিক মহড়া শুরু করলো দক্ষিণ কোরিয়া

৬ ডিসেম্বর ২০১০

উত্তর কোরিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও পীত সাগরে আজ থেকে আবার শুরু হল দক্ষিণ কোরিয়ার ব্যাপক সামরিক মহড়া৷ আগামী রবিবার পর্যন্ত চলবে এই মহড়া৷

https://p.dw.com/p/QQZh
উত্তপ্ত পীত সাগরছবি: AP

কমিউনিস্ট উত্তর কোরিয়া আগেই সতর্ক করে দিয়েছিল এই বলে যে আবার সামরিক মহড়া হলে সেটাকে সে যুদ্ধ শুরু করারই নামান্তর বলে মনে করবে৷ সোউল সে হুমকিকে আমল দিলনা৷ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কোরিয়া উপদ্বীপের ২৯টি স্থানে চল বে সম্প্রতিকতম নৌ মহড়া৷

Korea / Südkorea / Nordkorea / Angriff
গতমাসে দক্ষিণ কোরিয়ায় হামলা চালিয়েছিল উত্তর কোরিয়াছবি: AP

দক্ষিণ কোরিয়ার উপকূল মার্কিন নৌবাহিনী আর উত্তর কোরিয়ার জাহাজ দিয়ে সজ্জিত৷ পিয়ংইয়ং থেকে কোন ধরনের আঘাত আসলে তা প্রতিহত করা হবে সেই জন্যই এ ব্যবস্থা৷

দুই কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনা প্রশমিত করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চীনকে আহ্বান জানিয়েছেন এগিয়ে আসার জন্য৷ বারাম ওবামা গতকাল চীনের প্রেসিডেন্ট হু জিন তাও-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন৷ তিনি প্রেসিডেন্ট হু জিন তাও-কে বলেন, ‘‘উত্তর কোরিয়াকে পরিষ্কার একটি বার্তা আমরা পৌঁছাতে চাই আর তা হল – এ ধরণের উস্কানিমূলক কর্মকান্ড কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়৷''

Obama gratuliert Cameron am Telefon
চীনের প্রেসিডেন্ট হু জিন তাও-এর সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ওবামাছবি: AP

আজ মার্কিন পররষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন এক বৈঠকে মিলিত হবেন দক্ষিণ কোরিয়া এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী কিম সুং হুয়ান এবং সেইজি মায়েহারার সঙ্গে৷ আলোচনার বিষয় আর কিছুই নয় –শুধু ‘উত্তর কোরিয়া'৷

ওদিকে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে সতর্ক করে দিয়েছেন এই বলে যে, সঠিকভাবে মোকাবিলা না করা হলে, কোরিয়া উপদ্বীপের উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক