1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবাসিক এলাকায় কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় নয়

৬ অক্টোবর ২০১০

আবাসিক এলাকায় স্থাপিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সরিয়ে নিতে হবে অনাবাসিক এলাকায়৷ রাজধানীতে আবাসিক এলাকায় এরকম ২৫টি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করে নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন৷

https://p.dw.com/p/PWC3
আবাসিক, বেসরকারি, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন,ঢাকা,ক্যাম্পাস ,নজরুল ইসলাম, Non Govt University, Dhaka, University Grant Commission, Bangladesh
আবাসিক এলাকায় চালিয়ে নেওয়া হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ছবি: picture-alliance/ dpa

 বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় ১৯৯২ সালে৷ আর এই আইনের আওতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯৯৩ সালের জানুয়ারি মাস থেকে৷ গত প্রায় দু'দশকে  এখন ঢাকাসহ সারাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৬টি৷ এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছে ৪৫টি ৷ বাকিগুলো ঢাকার বাইরে৷ অন্যদিকে আবার নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চলছে৷ বিবেচনা করা হচ্ছে ৩৫টি আবেদন৷

এসব বিশ্ববিদ্যালের অধিকাংশেরই নিজস্ব কোন ক্যাম্পাস নেই৷ আবাসিক এলাকায় ভাড়া বাড়িতে চালিয়ে নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং প্রশাসনিক কাজ৷কিন্তু এই অবস্থার অবসান চায় সরকার৷ চলতি বছরে প্রনীত নতুন আইন অনুযায়ী আবাসিক এলাকায় কোন বেসরকারি  বিশ্ববিদ্যালয় থাকতে পারবেনা৷ অনাবাসিক এলাকায় নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় সরিয়ে নিতে হবে৷ যা ডয়চে ভেলেকে জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড, নজরুল ইসলাম৷

অধ্যাপক নজরুল ইসলাম জানান, রাজধানীতে ২৫টির মত বেসরকারি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করা হয়েছে আবাসিক এলাকায়৷তাদের আবাসিক এলাকার বাইরে ক্যাম্পাস সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে৷

মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান সরকার আরো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেবে৷ তবে ঢাকার বাইরে জেলা এবং বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয় স্থাপনের আবেদনকে অগ্রাধিকার দেওয়া হবে৷ এখন ৩৫টির মত আবেদন বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়