1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবুধাবির হোটেলে রত্নখচিত ক্রিসমাস ট্রি!

১৭ ডিসেম্বর ২০১০

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অত্যন্ত আকর্ষণীয় একটি হোটেলে শোভা পাচ্ছে রত্নখচিত ক্রিসমাস ট্রি৷ বলা হচ্ছে, বড়দিনের আগে এটিই সবচেয়ে ব্যয়বহুল ক্রিসমাস ট্রি৷ ক্রিসমাস ট্রি-টি সাজাতে ব্যয় হয়েছে ১১ মিলিয়ন ডলারেরও বেশি৷

https://p.dw.com/p/Qdy4
রাশিয়ার একটি ক্রিসমাস ট্রিছবি: AP

ক্রিসমাস ট্রি-র জন্যে ঐতিহ্যবাহী লাইট এবং সাজানোর অন্যান্য সব জিনিসপত্রের পাশাপাশি গাছটির ডালে ডালে বসানো হয়েছে বিভিন্ন শতশত বহুমূল্য পাথর৷ ১৩ মিটার (৪৩ ফুট) লম্বা এই ক্রিসমাস ট্রি-তে ব্রেসলেট, নেকলেস এবং ঘড়ি রয়েছে ডাল-পালার ফাঁকে ফাঁকে৷ যাতে রয়েছে ১৮১টি হীরা, মুক্তা, পান্না, নীলাসহ বিভিন্ন বহুমূল্য রত্ন৷

এমিব়্যাটস প্যালেস নামের ঐ হোটেলের মহা ব্যবস্থাপক হ্যান্স ওলব্যার্টস বলেন, সাজানো ছাড়া শুধু ক্রিসমাস ট্রি-টির জন্যে ব্যয় হয়েছে দশ হাজার ডলার৷ আর রত্ন দিয়ে সাজানোর পরে এর মূল্য দাঁড়িয়েছে ১১ মিলিয়ন ডলারেরও বেশি৷ তিনি বলেন, হোটেলের বিপণন দলের মাথা থেকেই এই ক্রিসমাস ট্রির ধারণাটি বেড় হয়েছে৷ যদিও বড়দিনে সবসময়ই এই হোটেলটিতে ক্রিসমাস ট্রি থাকে৷ হ্যান্স ওলব্যার্টস বলেন, এটিই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রিসমাস ট্রি কিনা তা দেখার জন্যে এমিব়্যাটস প্যালেস হোটেল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে জানাবে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক