1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আব্দুল আলীমকে কারাগারে পাঠানো হলো

২৮ মার্চ ২০১১

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার জিয়া মন্ত্রীসভার সদস্য আব্দুল আলীমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে৷ তাকে গতরাতে জয়পুরহাট থেকে গ্রেফতারের পর আজ সকালে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে হাজির করা হয়৷

https://p.dw.com/p/10j5O
বঙ্গবন্ধু হত্যার সঙ্গেও আলীম জড়িত বলে অভিযোগ রয়েছেছবি: AP

আব্দুল আলীমকে জয়পুরহাট থেকে পুলিশ সরাসরি ট্রাইবুন্যালে নিয়ে আসে সকাল সাড়ে ৮টার মধ্যে৷ সকাল ১০টায় ট্রাইবুন্যালের কাজ শুরু হলে তাকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করা হয়৷ প্রসিকিউটর জেয়াদ আল মালুম আব্দুল আলীমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ধরেন৷ অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে তার নির্দেশ ও নেতৃত্বে জয়পুরহাট সীমান্ত এলাকায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়৷ তিনি তখন মুসলিম লীগ ও শান্তি কমিটির নেতা ছিলেন৷ পঁচাত্তরের ১৫ই আগষ্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি জিয়া মন্ত্রীসভার সদস্য হন৷ প্রসিকউটর তাকে আটকের আবেদন জানালে তার আইনজীবী তাজুল ইসলাম এর বিরোধিতা করেন৷ আদালত শুনানি ৩১শে মার্চ পর্যন্ত মুলতুবি করেন৷

আদালতের কাজ শেষ হওয়ার পর চিফ প্রসিকউটর গোলাম আরিফ বলেন, আব্দুল আলীমকে কারাগারের বাইরে রাখা হলে সাক্ষীরা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ভয় পাবেন৷

আব্দুল আলীমের আইনজীবী তাজুল ইসলাম বলেন, তিনি অসুস্থ এবং তিনি কাউকে ভয় ভীতি দেখিয়েছেন বলে কোন প্রমাণ প্রসিকিউশন আদালতে হাজির করতে পারেনি৷

আদালত পরবর্তী শুনানির দিন পর্যন্ত তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখতে বলেছেন৷

প্রসিকিউশনের আবেদনে সাড়া দিয়ে গতকাল আব্দুল আলীমকে গ্রেফতারের নির্দেশ দেন ট্রাইবুন্যাল৷ তাকে গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছিল৷ পুলিশ তা কার্যকর করেছে৷

এ পর্যন্ত আব্দুল আলীমসহ মোট ৭ জনকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার করা হল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন