1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদী ইউরোপের ঐক্যে বিশ্বাসী

৩০ মে ২০১৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চতুর্থ আন্তঃসরকার সংলাপ উপলক্ষ্যে বার্লিনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে তাঁর কার্যালয়ে মিলিত হয়েছেন৷

https://p.dw.com/p/2dq8G
Deutsch-indische Regierungskonsultationen in Berlin | Angela Merkel & Narendra Modi
ছবি: Reuters/H. Hanschke

ভারতের প্রধানমন্ত্রীকে চ্যান্সেলারির সামনে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়৷ জার্মান সেনাবাহিনীর ব্যান্ড ভারতের জাতীয় সংগীত বাজায়৷

পরে দুই নেতা চতুর্থ ভারত-জার্মান আন্তঃসরকার আলাপ-আলোচনার প্লেনারি সেশনে অংশগ্রহণের জন্য চ্যান্সেলরিতে প্রবেশ করেন৷ এই বিধিবদ্ধ আলাপ-আলোচনার আগে সোমবার সন্ধ্যায় মোদীকে বার্লিনের কাছে মেজেব্যার্গ প্রাসাদে নৈশভোজে স্বাগত জানান ম্যার্কেল৷ উভয়ের মধ্যে ব্রেক্সিট, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ইউরোপে একাধিক সাম্প্রতিক সন্ত্রাসী আক্রমণের পরিপ্রেক্ষিতে উগ্রপন্থিদের প্রসার নিয়ে আলোচনা হয়৷ শ্লস মেজেব্যার্গ হল চ্যান্সেলরের সরকারি অবসর কাটানোর স্থান৷

ব্রেক্সিট প্রসঙ্গে মোদী বলেন, ভারত ইউরোপের একতাকে গুরুত্ব দেয়৷ ইউরোপের সংহতি বিশ্বরাজনীতির স্থিতিশীলতার জন্য একটি মুখ্য উপাদান বলে মোদী মন্তব্য করেন৷ এ কথা জানিয়েছেন জার্মানিতে ভারতের রাষ্ট্রদূত মুক্তা দত্ত টোমার৷

উভয় নেতার আলাপ-আলোচনায় আফগানিস্তানের প্রসঙ্গটিও আলোচিত হয়৷ এ ক্ষেত্রে মোদী আফগানিস্তানে জার্মান উপস্থিতি সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য করেন৷ অপরদিকে বেইজিংয়ের বেল্ট অ্যান্ড ফোরাম প্রসঙ্গে ম্যার্কেল জার্মানির মনোভাব ব্যাখ্যা করেন৷

দ্বিবাৎসরিক আন্তঃসরকার আলাপ-আলোচনা বা আইজিসিতে এবার মোদীর সাথে রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধন, বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন, জ্বালানি মন্ত্রী পীযুষ গোয়েল ও পররাষ্ট্র বিভাগের প্রতিমন্ত্রী এম জে আকবর৷ সর্বশেষ আইজিসি অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের অক্টোবর মাসে, নতুন দিল্লিতে৷ এবার বার্লিনের আইজিসিতেও একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার কথা৷

এসি/এসিবি (এপি, ডিপিএ, পিটিআই)   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য