‘আমরা সুন্দরবনকে কদর করতে জানি না' | পাঠক ভাবনা | DW | 12.12.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আমরা সুন্দরবনকে কদর করতে জানি না'

গত মঙ্গলবার সুন্দরবনের শেলা নদীতে ট্যাংকার দুর্ঘটনার পর ছড়িয়ে পড়েছে তেল, দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়৷ প্রতিদিন সুন্দরবনের ভেতর দিয়ে দেড়'শ থেকে আড়াই'শ জাহাজ চলছে৷

ডয়চে ভেলের ফেসবুক পাতার পাঠকদের কাছে জানতে চাওয়া হয়েছিল, সুন্দরবনের এই বিপর্যয় রোধে কী পদক্ষেপ নেয়া উচিত বলে তাঁরা মনে করেন? এর উত্তরে বেশিরভাগ পাঠকেরই মতামত এই পথে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া উচিত৷

পাঠক অপু লিখেছেন, ‘‘বাঙালি বলে আমরা সুন্দরবনকে কদর করতে জানি না৷ অন্য দেশের মানুষ ঠিকই এর কদর জানে৷ আমাদের পাশের দেশ ভারত ‘ঐটুকু' বনকে বিশ্বের কাছে তুলে ধরে৷ আর আমাদের ‘হিউজ' পরিমাণ বন আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত তার ক্ষতি করে যাচ্ছি৷''

খান সালমান মনে করেন জাহাজ চলাচল বন্ধ করে দিলেই এ ধরণের বিপর্যয় রোধ করা সম্ভব৷ প্রিন্স সুদীপ চক্রবর্তীরও তাঁর সাথে একমত৷ তিনি লিখেছেন, ‘‘আমি মনে করি সুন্দবনের ভেতর দিয়ে কোনে তেলবাহী জাহাজ যেন না চলাচল করে৷''

মহসিন কবিরের মন্তব্য, ‘‘সৈয়দ সাদাত আলী সরকারের পদত্যাগ করা, কারণ এরাই চালু করেছে এই রিভারওয়ে৷''

এইচ ডি সবুজ এ ব্যাপারে খুবই হতাশ, তাঁর ধারণা, ‘‘বলে লাভ নাই''৷ পাঠক হৃদয় খানও তাঁর সাথে একমত৷

ইউনেস্কো ঘোষিত ‘বিশ্ব ঐতিহ্য' সুন্দরবনের বিপর্যয় রোধ করতে ডয়চে ভেলের ফেসবুক পাঠক শাহজাদা হোসেন শিবলু এ ব্যাপারে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করছেন৷

পাঠক সবুজের মত পুরোপরি ভিন্ন মত৷ কারণ যে সময় পরিবেশকে বাঁচানো নিয়ে নিয়ে সারা বিশ্বে চলছে নানা গবেষণা, ঠিক সেসময় শরিফুল ইসলাম সবুজ সুন্দবনকে রক্ষা করা সম্পর্কে লিখেছেন, ‘‘জাহাজ ভালোভাবে চলার জন্য সুন্দরবনের সব গাছ কেটে ফেলা দরকার৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন